বৃষ্টি ভেজা দিনে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের ম্যাচে রহমতগঞ্জ এমএফসিকে হারিয়েছে উত্তর বারিধারা। দীর্ঘ বিরতির পর এসে প্রথম ম্যাচেই জয় তুলে নিল তারা।
লিগে বারিধারার এটি টানা দ্বিতীয় জয়।
অন্যদিকে হারের বৃত্তেই রয়েছে পুরান ঢাকার দল রহমতগঞ্জ। বারিধারার কাছে হার মধ্য দিয়ে টানা চতুর্থ ম্যাচে হারল জায়ান্ট কিলাররা।
মঙ্গলবার লিগের একমাত্র ম্যাচে রহমতগঞ্জকে ২-১ গোলে হারায় বারিধারা। জোড়া গোল করেন বারিধারার ডিফেন্ডার ফজিলভ।
ম্যাচের শুরু থেকে সমানে সমানে লড়াই করেছে দুই দল।
ম্যাচের লিডটা নেয় রহমতগঞ্জ। ৩৫ মিনিটে ক্রিস্ট রেমির গোলে লিড নেয় পুরান ঢাকার দলটি। ফেলিক্স চিডির ক্রস থেকে বল জালে জড়িয়ে দলকে এগিয়ে নেন রেমি।
তার তিন মিনিট পরে উত্তর বারিধারাকে সমতায় ফেরান সাইদোসতন ফজিলভ।
সমতার মধ্য দিয়ে বিরতিতে যায় ম্যাচ।
দ্বিতীয়ার্ধের ৮৮ মিনিটে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়ে রহমতগঞ্জের গোলকিপার রাসেল মাহমুদ লিটন। ১০ জনে পরিণত হলে সেই সুযোগ কাজে লাগিয়ে ম্যাচের অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে দলকে জয়সূচক গোলটি আদায় করে দেন ফজিলভ।
উজবেকিস্তানের এই ডিফেন্ডারের জোড়া গোলে জয় নিশ্চিত করে বারিধারা।
এ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে রহমতগঞ্জকে টপকে নয়ে উঠে যায় বারিধারা। আর এক ধাপ নিচে ১০ নেমে যায় রহমতগঞ্জ।