বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চ্যাম্পিয়ন পর্তুগালকে হারিয়ে শেষ আটে বেলজিয়াম

  •    
  • ২৮ জুন, ২০২১ ০৩:০৮

স্পেনের মাটিতে পর্তুগালকে এক গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন লুকাকু-অ্যাজাররা। শেষ ষোল থেকে বিদায় নিয়েছে রোনালডোর দল।

চলমান ইউরো চ্যাম্পিয়নশিপের শেষ ষোলর অন্যতম হাইভোল্টেজ ম্যাচটা হয়ে গেল। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পর্তুগালকে শ্বাসরুদ্ধকরভাবে হারিয়েছে বেলজিয়াম।

স্পেনের মাটিতে পর্তুগালকে এক গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে লুকাকু-অ্যাজাররা। শেষ ষোল থেকে বিদায় নিয়েছে রোনালডোর দল।

মাঠে বল গড়ানোর পর থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে সরব ছিল দুই দল। জমজমাট ম্যাচে ডেডলক ভাঙে বেলজিয়াম। ম্যাচের ৪২ মিনিটে ম্যাচের লিড নিয়ে ফেলে বেলজিয়াম।

ডান প্রান্ত থেকে লুকাকু-ডি ব্রুইনার মধ্যে ওয়ান টু ওয়ানে ফাঁকা থাকা থমাস মুনিয়ের বল পেয়ে যান। ডি-বক্সের সামনে থাকা থরগান অ্যজারকে বল এগিয়ে দেন মুনিয়ের। বক্সের বেশ বাইরে থেকে বুলেট শটে গোলকিপার রুই প্যাট্রিসিওকে বোকা বানিয়ে বল জালে জড়ান অ্যাজার।

এই গোলের স্বস্তি নিয়ে বিরতিতে যায় বেলজিয়াম।

দ্বিতীয়ার্ধে ফিরে বেলজিয়ামকে চেপে ধরে পর্তুগাল। বলা যায় অনেকগুলো সুযোগ তৈরি করেও সমতায় ফিরতে ব্যর্থ হয় পর্তুগাল।

এই অর্ধের শুরুতেই চোট পেয়ে মাঠের বাইরে চলে যান বেলজিয়ামের চালিকাশক্তি মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা। সেই সুযোগটা নেয় পর্তুগাল।

ম্যাচের ৫৮ মিনিটে যেমন ক্রিস্টিয়ানো রোনালডোর পাস থেকে বল পেয়ে ডি-বক্সের ভেতর থেকে বল বারের ওপর দিয়ে মেরে দেন ডিওগো জোতা।

সমতায় ফিরতে উঠে পড়ে লাগে রোনালডোরা। ম্যাচের ৮৩ মিনিটে পর্তুগালের দুঃখ হয়ে আসে গোলপোস্ট। ডি-বক্সের ভেতর থেকে রাফায়েল গেরেইরোর শট গোলপোস্টে লেগে ফিরে আসলে সমতায় ফিরতে না পারার কষ্টে পোড়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

গোল শোধ করতে না পারায় বেলজিয়ামের কাছে হেরে যায় পর্তুগাল।

এ জয়ে কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ হিসেবে ইতালিকে পাচ্ছে বেলজিয়াম। এই ইতালির কাছে হেরেই ১৯৮০ সালের ইউরো চ্যাম্পিয়নশিপে রানার হয়েছিল রেড ডেভিলস।

এ বিভাগের আরো খবর