বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

১০ জনের নেদারল্যান্ডসকে বিদায় করে চেকদের অঘটন

  •    
  • ২৭ জুন, ২০২১ ২৩:৫৬

নকআউট থেকেই বিদায় নিল নেদারল্যান্ডস। সাবেক চ্যাম্পিয়নদের ২-০ গোলে হারিয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে দেয় চেক রিপাবলিক। চেকদের হয়ে গোল করেন টমাস হোলেস ও প্যাটট্রিক শিক।

ইউরো ২০২০ এর আসরে সবকিছুই চলেছে হিসেবমতো। গ্রুপ পর্বে প্রত্যাশামতো জয় নিয়েই নকআউটে সুযোগ করে নেয় জায়ান্টরা।

শেষ ষোলর প্রথম দিন অঘটন না হলেও দ্বিতীয় দিন বড়সড় ধাক্কা খেলো ইউরোপ সেরা ফুটবল টুর্নামেন্ট। নকআউট থেকেই বিদায় নিল নেদারল্যান্ডস। সাবেক চ্যাম্পিয়নদের ২-০ গোলে হারিয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে দেয় চেক রিপাবলিক। চেকদের হয়ে গোল করেন টমাস হোলেস ও প্যাটট্রিক শিক।

হাঙ্গেরির বুডাপেস্টের ফেরেঙ্ক পুসকাস স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচ জমিয়ে তোলে দুই দল। প্রথমার্ধে ডেড লক ভাঙার সুযোগ আসে দুই দলের সামনেই। কিন্তু সেটা নিতে পারেনি তারা।

১৩ মিনিটে ডেনজেল ডামফ্রিসের প্রচেষ্টা থেকে চেক রিপাবলিককে সুরক্ষিত রাখেন গোলকিপার টমাস ভাতস্লিক। বিরতির আগে অন্য প্রান্তে সুযোগ মিস করে চেক রিপাবলিক।

ডাচ গোলকিপার মার্টেন স্টেকেলেনবার্গকে একা পেয়েও ডিফেন্ডার মাথিয়াস ডি লিখটের দক্ষতায় গোল করতে পারেননি আন্টনিন বারাক। গোলশূন্য অবস্থাতেই শেষ হয় প্রথমার্ধ।

বিরতির পর শুরু হয় নাটকীয়তা। দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে শিককে নিজেদের বক্সের কিনারায় ফাউল করেন ডি লিখট। রেফারি প্রথমে তাকে হলুদ কার্ড দেখিয়ে ফ্রি-কিকের নির্দেশ দেন।

পরে ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারির সিদ্ধান্তে লাল কার্ড দেখানো হয় ডি লিখটকে। শিকের গোল প্রচেষ্টা থামানোয় তিনিই ছিলেন লাস্ট ম্যান। তাই নিয়মানুযায়ী লাল কার্ড দেখানো হয় ইউভেন্তাসের এই ডিফেন্ডারকে।

১০ জনের দল নিয়ে দ্বিতীয়ার্ধের প্রায় পুরোটা খেলতে হয় নেদারল্যান্ডসকে। সেই সুযোগে ডাচদের চেপে ধরে চেকরা।

মিনিট পনের পরে ম্যাচের প্রথম গোল আসে। টমাস কালাসের বক্সে বাড়ানো বলে একেবারে কাছ থেকে লক্ষ্যভেদ করেন হোলেস। ৬৮ মিনিটে ১-০ গোলে এগিয়ে যায় চেক রিপাবলিক।

পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা করে ফ্র্যাংক ডি বোয়েরের নেদারল্যান্ডস। লাভ হয়নি তাতে।

উলটো ৮০ মিনিটে ম্যাচভাগ্য নিশ্চিত করে ফেলে চেকরা। দ্বিগুন করে নিজেদের লিড।

প্রায় মাঝমাঠ থেকে বল নিয়ে দ্রুত গতিতে নেদারল্যান্ডসের বক্সে ঢুকে যান হোলেস। তার পাস থেকে স্কোরলাইন ২-০ করে দেন শিক। এবাররে আসরে এটি তার চার নম্বর গোল।

ওইখানের নিশ্চিত হয়ে যায় বিদায় নিতে হচ্ছে নেদারল্যান্ডসকে। বাকি ১০ মিনিট ও অতিরিক্ত ছয় মিনিটে বড় কোন সুযোগ তৈরি করতে পারেনি ডাচরা।

ফলে ২-০ ব্যবধানে ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায় চেক রিপাবলিক। শেষ আটে তাদের প্রতিপক্ষ ডেনমার্ক।

এ বিভাগের আরো খবর