বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বেলদের ধসিয়ে কোয়ার্টারে এরিকসেনের ডেনমার্ক

  •    
  • ২৭ জুন, ২০২১ ০০:১৬

নেদারল্যান্ডের আমস্টারডামে ইয়োহান ক্রুইফ স্টেডিয়াম ওয়েলসকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে এরিকসেনের দল ডেনমার্ক। জোড়া গোল করেন ক্যাসপার ডলবার্গ।

ক্রিস্টিয়ান এরিকসেন যেন না থেকেও আছেন। হার্ট অ্যাটাক করে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া বিশ্রামরত সতীর্থের না থাকার মনোবল আরও চাঙা করে দিয়েছে ডেনমার্ককে।তার মনোবলে উজ্জীবিত ডেনমার্ক গুড়িয়ে দিয়েছে ওয়েলসকে। নেদারল্যান্ডের আমস্টারডামে ইয়োহান ক্রুইফ স্টেডিয়াম ওয়েলসকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে এরিকসেনের দল ডেনমার্ক।

এ জয়ে প্রথম দল হিসেবে ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ডেনমার্ক। জোড়া গোল করেন ক্যাসপার ডলবার্গ।

ম্যাচের শুরু থেকেই দাপটের সঙ্গে গ্যারেথ বেলদের কোণঠাসা করে রাখে ডেনমার্ক। ম্যাচের ২৭ মিনিটে মিকেল ড্যামসগার্ডের পাস থেকে গোল করে ডেনমার্ককে লিড এনে দেন স্ট্রাইকার ক্যাসপার ডলবার্গ।

তার গোলের স্বস্তিতে বিরতিতে যায় ডেনমার্ক।

বিরতি থেকে ফিরেই আরেক দুই মিনিটের মাথায় ওয়েলসের বিপক্ষে ব্যবধান দ্বিগুণ করে ফেলে ডেনমার্ক। এবারও গোলদাতা ডলবার্গ।

ম্যাচ এভাবেই শেষ হতে পারত। তবে দুই গোলের পরও রক্ষণ সামলে আক্রমণ সাজিয়ে গেছে ডেনমার্ক।

ম্যাচের ৮৮ মিনিটে ওয়াকিম মাহলের গোলে ব্যবধান ৩-০ করে ফেলে তারা। ম্যাচের অতিরিক্ত সময়ে মার্টিন ব্র্যাথওয়েটের আরেকটি গোলে ক্লিনশিট রেখে ৪-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ডেনমার্ক। টুর্নামেন্টের শেষ ১৬ থেকে প্রথম দল হিসেবে বিদায় নেয় ওয়েলস।

এ জয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলে ডেনমার্ক। শেষ আটে তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস-চেক রিপাবলিক ম্যাচের জয়ী দল।

এ বিভাগের আরো খবর