বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মেসিকে রাখতে গ্রিজমানকে ছাড়তে হবে বার্সেলোনার

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৬ জুন, ২০২১ ১৩:০১

মেসির পর বার্সেলোনায় সবচেয়ে বেশি পারিশ্রমিক পান ফ্র্যাংকি ডি ইয়ং, জেরার্দ পিকে, হোর্দি আলবা ও আঁতোয়া গ্রিজমান। গ্রিজমানকে বার্সা জানিয়েছে বেতন না কমালে ছাড়তে হবে কাম্প ন্যু।

আর চার দিন পরই বার্সেলোনার সঙ্গে চুক্তি শেষ হচ্ছে লিওনেল মেসির। বার্সা ভক্তদের জন্য স্বস্তির খবর ক্লাবের সঙ্গে চুক্তি নবায়ন করছেন তিনি। মেসিকে আরও দুই বছরের নতুন চুক্তির প্রস্তাব প্রস্তুত করছে বার্সেলোনা।মেসি ক্লাবে থেকে গেলে বার্সেলোনাকে পরিবর্তন আনতে হবে তাদের আর্থিক ব্যবস্থাপনায়। স্প্যানিশ সংবাদমাধ্যম লে এস্পোর্তিউয়ের প্রতিবেদন অনুযায়ী, মেসিকে ১০ কোটি ইউরো বেতনের প্রস্তাব দেবে বার্সেলোনা। যা পরবর্তী ৫ মৌসুমে তিনি পাবেন। এর বাইরে থাকছে বোনাস ও অন্যান্য ভাতা।তবে মেসির বেতনের ভার বহন করতে হলে স্কোয়াডের সদস্যদের বেতন কমাতে হবে কাতালান জায়ান্টদের। মেসির নতুন চুক্তিতে সংযুক্ত হতে যাওয়া প্রস্তাবিত ১০ কোটি ইউরো তার বর্তমান পারিশ্রমিকের প্রায় অর্ধেক। বাকিদেরও এই হারে পারিশ্রমিক কমাতে বলবে বার্সেলোনা।এরই মধ্যে সার্হিও আগুয়েরো, মেমফিস ডিপায় ও এরিক গার্সিয়াকে তাদের আগের ক্লাবের চেয়ে কম বেতনে দলভুক্ত করেছে বার্সা। এখন তাদের চাওয়া ক্লাবের উচ্চ পারিশ্রমিকের খেলোয়াড়রা যেন তাদের টাকা কমান।মেসির পর বার্সেলোনায় সবচেয়ে বেশি পারিশ্রমিক পান ফ্র্যাংকি ডি ইয়ং, জেরার্দ পিকে, হোর্দি আলবা ও আঁতোয়া গ্রিজমান। পিকে পারিশ্রমিক কমাবেন এমনটা প্রায় নিশ্চিত। ইয়ংকে এখনও বেতন কমানোর প্রস্তাব দেয়নি বার্সেলোনা।আলবাকে ইন্টার মিলান বেশি বেতনে দলে টানতে চাইছে আর গ্রিজমানকে বার্সা জানিয়েছে বেতন না কমালে ছাড়তে হবে কাম্প ন্যু। ২০১৯ সালে ১২ কোটি ইউরোর বিনিময়ে আতলেতিকো মাদ্রিদ থেকে গ্রিজমানকে দলে ভেড়ায় বার্সেলোনা।

দুই মৌসুমে এই ফরাসি ফরোয়ার্ডের পা থেকে এসেছে ২২ গোল। তাকে পাওয়ার জন্য বেশি বেতনের অফার নিয়ে প্রস্তুত প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)।সব মিলিয়ে বার্সেলোনাকে বার্ষিক বেতন ও ভাতা থেকে ২০ কোটি ইউরো কমাতে হবে আগামী মৌসুমে। এমন অবস্থায় তাদের পক্ষে বেশি পারিশ্রমিকের তারকা খেলোয়াড় কেনা প্রায় অসম্ভব।যে কারণে সমর্থকেরা বরুশিয়া ডর্টমুন্ড থেকে আর্লিং হালান্ড বার্সায় আসার যে স্বপ্ন দেখছেন তেমনটা সত্য না হওয়ার সম্ভাবনা বেশি।আপাতদৃষ্টিতে যা মনে হচ্ছে পরের মৌসুমেও বার্সেলোনাকে বরাবরের মতো নিজের কাঁধে বয়ে বেড়াতে হবে ৩৪ বছর বয়সী লিওনেল মেসিকেই।

এ বিভাগের আরো খবর