বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অস্ট্রিয়ার বিপক্ষে ‘মধুর সমস্যা’ ইতালির

  •    
  • ২৬ জুন, ২০২১ ১১:৩৭

অস্ট্রিয়া সবশেষ ইতালিকে হারিয়েছে ১৯৬০ সালে। তারপরের ১৩ দেখায় হারেনি আৎসুরিরা। চারবার বিশ্বকাপ বা মহাদেশীয় কোনো টুর্নামেন্টে দেখা হয়েছে দুই দলের। চারবারই জিতেছে ইতালি। তাদের জয় এসেছে ১৯৩৪, ’৭৮, ’৯০ ও ’৯৮ বিশ্বকাপে।

ইউরোতে দুর্দান্তভাবে ছুটছে ইতালি। রবার্তো মানচিনির অধীনে তিন বছরের মধ্যেই বিশ্বকাপে কোয়ালিফাই না করার ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়িয়েছে আৎসুরিরা। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩০ ম্যাচে অপরাজিত তারা।ইউরো চ্যাম্পিয়নশিপের নকআউটেও দলের এই জয়ের ধারা অব্যাহত রাখতে চান রবার্তো মানচিনি। রাতে শেষ ষোলোর লড়াইয়ে অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে টুর্নামেন্টে টানা তিন জয় নিয়ে নকআউটে আসা ইতালি।ম্যাচটি হবে ফুটবলের তীর্থস্থান খ্যাত লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে। ঐতিহাসিক ভেন্যুটিতে নামার জন্য তার দলের সদস্যরা মুখিয়ে আছেন, ম্যাচের আগের সংবাদ সম্মেলনে এমনটা জানালেন মানচিনি।তিনি বলেন, ‘ওয়েম্বলিতে খেলাটা সব সময়ই আনন্দের। ফুটবলার হিসেবে সব সময় এমন একটা স্টেডিয়ামে খেলার স্বপ্ন থাকে। দল যে ধরনের উপভোগ্য ফুটবল খেলছে সেটা ধরে রাখতে হবে এখানে। পাশাপাশি ফুটবলের এমন একটা মন্দিরের সম্মানও রাখতে হবে। আমি নিশ্চিত ছেলেরা শনিবার ভালো খেলবে।’মানচিনির অধীনে থাকা ইতালি ইউরোপের সবচেয়ে ইনফর্ম দল। টানা ১১ ম্যাচে কোনো গোল হজম করেনি ইতালিয়ান ডিফেন্স। গোল করেছে ৩২টি।উড়ন্ত এই ফর্ম ধরে রাখতে চান মানচিনি। অভিজ্ঞ এই কোচ জানেন নকআউটে একটা ভুলের কারণে বাদ পড়ে যেতে পারে দল।বলেন, ‘এ রকম টুর্নামেন্টের সৌন্দর‌্য এটাই। জেতা ছাড়া কোনো পথ নেই। নিজেদের মতো করে আমাদের খেলতে হবে। আশা করি ইউরোতে আরও চার ম্যাচ খেলতে পারব।’অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে মানচিনি পাচ্ছেন না দুই ডিফেন্ডার জর্জো কিয়েলিনি ও আলেসান্দ্রো ফ্লোরেঞ্জিকে। তারা শতভাগ ফিট নন। দুই অভিজ্ঞ তারকারে জায়গায় দেখা যেতে পারে ফ্রাঞ্চেসকো আচেরবি ও জোভানি দি লরেঞ্জোকে।মানচিনির জন্য সুখবর ওয়েলসের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচ চোট পাওয়া মিডফিল্ডার মার্কো ভেরাত্তি সেরে উঠেছেন। নকআউটের প্রথম ম্যাচে শুরু থেকেই দেখা যেতে পারে তাকে।

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনে ইতালি দল। ছবি: টুইটার

ইতালি দলে প্রায় প্রতিটি পজিশনের জন্য রয়েছে একাধিক খেলোয়াড়। আর মানচিনির রোটেশন পদ্ধতির কারণে সবাই গ্রুপের তিন ম্যাচে নিজেকে ঝালিয়ে সুযোগ পেয়েছেন। তাই একাদশ বাছাই নিয়ে মধুর সমস্যাতে পড়েছেন ইতালির হেড কোচ।তিনি বলেন, ‘যাদের নিয়ে শঙ্কা আছে ম্যাচের দিন আমরা তাদের দেখব, কিন্তু দল মোটামুটি গুছিয়ে ফেলেছি। কোচ হিসেবে দারুণ সব খেলোয়াড়দের থেকে বাছাই করার সমস্যায় পড়াটা আসলেই আনন্দের। জানি কোন ১১ জন শুরু করছে। তবে বাকিরাও প্রস্তুত যেকোনো সময় মাঠে নেমে খেলা পালটে দিতে। এটা আমাদের জন্য বিলাসিতা।’নকআউটে বিজিতে গেলে কোয়ার্টার ফাইনালে হয় বেলজিয়াম বা পর্তুগালের মুখোমুখি হবে ইতালি। তাই অস্ট্রিয়ার বিপক্ষে বাকি প্রতিপক্ষকে একটা সতর্কবার্তা দিয়ে রাখতে চাইবে মানচিনির ইতালি।অস্ট্রিয়া সবশেষ ইতালিকে হারিয়েছে ১৯৬০ সালে। তারপরের ১৩ দেখায় হারেনি আৎসুরিরা। চারবার বিশ্বকাপ বা মহাদেশীয় কোনো টুর্নামেন্টে দেখা হয়েছে দুই দলের। চারবারই জিতেছে ইতালি। তাদের জয় এসেছে ১৯৩৪, ৭৮, ৯০ ও ৯৮ বিশ্বকাপে।ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যাচ শুরু হচ্ছে বাংলাদেশ সময় রাত ১টায়। দিনের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের আমস্টার্ডাম অ্যারেনায় রাত ১০টায় ওয়েলসের বিপক্ষে মাঠে নামছে ডেনমার্ক।

এ বিভাগের আরো খবর