স্পেনের ফরোয়ার্ড আলভারো মোরাতার খারাপ ফর্মের ভুক্তভোগী হতে হলো তার স্ত্রী ও সন্তানকে। ইউরোতে স্পেনের হয়ে একাধিক সুযোগ হাতছাড়া করার পর অনলাইনে গালি গালাজ করা হয়েছে মোরাতার পরিবারের সদস্যদের। স্প্যানিশ এফএম স্টেশন কাদেনা কোপেকে এক সাক্ষাৎকারে এমনটা জানান মোরাতা। ইতালিয়ান ক্লাব ইউভেন্তাসের হয়ে খেলা এই স্ট্রাইকার বলেন, ‘গোল না করলে সমালোচনা হওয়াটা স্বাভাবিক। আমিই সবার আগে বিষয়টা জানি ও মেনে নেই। আমার কাজটা ঠিক মতো করতে না পারার সমালোচনা আমি নিতে পারি। কিন্তু সবকিছুর একটা সীমা আছে।’স্পেনের হয়ে গ্রুপ পর্যায়ে একাধিক সুযোগ হাতছাড়া করেছেন মোরাতা। বিশেষ করে স্লোভাকিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করায় ভক্তরা তার উপর চটেছেন।তবে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে যা বলছেন সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মোরাতা পুরো ঘটনায় দুঃখ ও উদ্বেগ প্রকাশ করে বলেন, “লোকে এটা বলেছে যে, ‘তোমার সন্তান মারা যাক’। আমি এটা দেখার পর ফোন সরিয়ে রেখেছি। আমার বাচ্চারা তার বাবার নামের জার্সি পরে সেভিলে যায়। আশা করি লোকে বুঝবে যে পরিবারের প্রতি গালি ও হুমকি থাকলে কেমনটা লাগে!’মোরাতা আরও জানান যে খারাপ ফর্মের কারণে তিনি নিজেও চিন্তায় আছেন। পোল্যান্ডের বিপক্ষে সহজ সুযোগ হাতছাড়া করার পর তিনি নয় ঘণ্টা ঘুমাতে পারেননি।দর্শক ও ভক্তদের এমন আচরণে দুঃখ পেলেও ভেঙ্গে পড়েননি মোরাতা। মাঠে নামার পর চতুর্দিক থেকে আসা দুয়োধ্বনি তাকে আরও তাতিয়ে তুলবে এমনটা প্রত্যাশা করছেন তিনি।মোরাতা বলেন, ‘(স্লোভাকিয়া ম্যাচের আগে) ওয়ার্ম আপে দর্শকদের দুয়োধ্বনি শুনেছি আমি। তারপরও পেনাল্টি নেয়ার জন্য আমি গিয়েছি। এ নিয়ে আমি গর্বিত। কয়েক বছর আগে এমনটা হলে হয়তো আমি ভেঙ্গে পড়তাম, কিন্তু এখন আমি আসলেই অনেক বেশী উজ্জীবিত। কেউ যদি ভেবে থাকেন আমি আর ফিরতে পারব না তারা ভুল ভেবেছেন।’মোরাতার গোলের সুযোগ হাতছাড়া করার পরও স্লোভাকিয়া ৫-০ গোলে উড়িয়ে শেষ ১৬ নিশ্চিত করে স্পেন। নিজের সমালোচকদের ভুল প্রমাণ করতে ইউরোতে অন্তত আরেকটি ম্যাচ পাচ্ছেন ২৮ বছর বয়সী মোরাতা। নকআউট পর্বে স্পেন সোমবার দিন মুখোমুখি হচ্ছে ক্রোয়েশিয়ার।
গোল মিস করায় মোরাতার স্ত্রী-সন্তানকে গালি
মোরাতা পুরো ঘটনায় দুঃখ ও উদ্বেগ প্রকাশ করে বলেন, “লোকে এটা বলেছে যে, ‘তোমার সন্তান মারা যাক’। আমি এটা দেখার পর ফোন সরিয়ে রেখেছি। আমার বাচ্চারা তার বাবার নামের জার্সি পরে সেভিলে যায়। আশা করি লোকে বুঝবে যে পরিবারের প্রতি গালি ও হুমকি থাকলে কেমনটা লাগে!’
এ বিভাগের আরো খবর/p>