বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সর্বোচ্চ গোলদাতা হতে রোনালডোর চাই এক গোল

  •    
  • ২৪ জুন, ২০২১ ১৩:২৬

এই রেকর্ডটি এত দিন ছিল ইরানের স্ট্রাইকার আলী দাইয়ের দখলে। ১০৯ গোল নিয়ে জাতীয় দলের আন্তর্জাতিক ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনে ছিলেন তিনি একাই। রোনালডো এসে সেই রেকর্ডে ভাগ বসালেন।

ক্রিস্টিয়ানো রোনালডোর অপর নাম যেন হয়ে উঠেছে রেকর্ড। প্রতি ম্যাচই কোনো না কোনো রেকর্ড গড়ছেন এই পর্তুগিজ ফুটবল তারকা। হাঙ্গেরির বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচে গোল করে ভাঙেন ইউরোর সর্বোচ্চ গোলদাতার রেকর্ড।

আর বুধবার রাতে এবার ফ্রান্সের বিপক্ষে দুই পেনাল্টিতে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁয়ে ফেলেন পর্তুগিজ অধিনায়ক।

এই রেকর্ডটি এত দিন ছিল ইরানের স্ট্রাইকার আলী দাইয়ের একার। ১০৯ গোল নিয়ে জাতীয় দলের আন্তর্জাতিক ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনে ছিলেন তিনি। ১৯৯৩ থেকে ২০০৬ সাল এই ১৩ বছরে রেকর্ডটি করেন এই ইরানিয়ান।

রোনালডো এসে সেই রেকর্ডে ভাগ বসালেন। আলী ও রোনালডোই পৃথিবীর দুই ফুটবলার, যাদের জাতীয় দলের জার্সিতে ৯০ বা তার বেশি গোল আছে।

এ ছাড়াও কিছু রেকর্ড নিজের করে নিয়েছেন রোনালডো। ফ্রান্সের বিপক্ষে গোল করে বিশ্বকাপ ও ইউরো চ্যাম্পিয়নশিপ মিলিয়ে মিরোসাভ ক্লোসার ১৯ সর্বোচ্চ গোলের রেকর্ডও ভেঙে ফেলেছেন তিনি।

শুধু ইউরো চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ গোলের রেকর্ডটা তার। এই টুর্নামেন্টে তার গোলের সংখ্যা এখন ১৩।

সব মিলিয়ে পর্তুগালের জার্সিতে ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপ বাছাইয়ে ৩১, বিশ্বকাপ বাছাইয়ে ৩১, আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ১৯, ইউরো চ্যাম্পিয়নশিপে ১৩, বিশ্বকাপে ৭, ইউয়েফা নেশনস কাপে ৫ ও কনফেডারেশনস কাপে দুটি গোল করেছেন রোনালডো।

রোনালডোর অর্ধেক গোল এসেছে ম্যাচের শেষ ৩০ মিনিটে। ৮৯টি গোল করেছেন বক্সের ভেতর থেকে আর ২০টি বাইরে থেকে। এর মধ্যে ১৪টি গোল আসে পেনাল্টি থেকে ও নয়টি ফ্রি-কিকে।

প্রতিপক্ষ হিসেবে লিথুয়ানিয়া ও সুইডেনের বিপক্ষে সবচেয়ে বেশি সাতটি করে গোল করেছেন রোনালডো। এর আগে ফ্রান্সের বিপক্ষেও কোনো গোল ছিল না তার। বুডাপেস্টেই প্রথমবার ফ্রান্সের জাল খুঁজে পেলেন এই ফুটবল তারকা।

আর একটি গোলের অপেক্ষা রোনালডোর। তাহলেই সর্বোচ্চ গোলের রেকর্ডটা একেবারে নিজের করে নেবেন পাঁচবারের ব্যালন ডর জয়ী এই পর্তুগিজ ফুটবলার।

ইউরোর শেষ ১৬ তে বেলজিয়ামের বিপক্ষেই কি এই রেকর্ডটা নিজের করে ফেলবেন রোনালডা?

এ বিভাগের আরো খবর