বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দুইবার পিছিয়ে পড়েও নকআউটে জার্মানি

  •    
  • ২৪ জুন, ২০২১ ০৩:০৬

গ্রুপের রানার্স আপ হয়ে নকআউট পর্বে চলে গেল নয়্যার-মুলাররা। বুদাপেস্টে হাঙ্গেরির সঙ্গে ২-২ ব্যবধানে ড্র করেছে জার্মানি। নকআউট পর্বে গ্যারেথ সাউথগেটের ইংল্যান্ডকে পাচ্ছে ওয়াকিম লোভের দল।

রাশিয়া বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল জার্মানি। এবারের ইউরো চ্যাম্পিয়নশিপেও যেন সে ভয় চেপে বসে ওয়াকিম লোভের শিষ্যদের ওপর।

গ্রুপ ‘এফ’-এ হাঙ্গেরির বিপক্ষে দুইবার পিছিয়ে পড়েও দারুণ এক প্রত্যাবর্তনের গল্প লিখে ড্রয়ের স্বস্তি নিয়ে মাঠ ছেড়েছে জার্মানি।

ফলে গ্রুপের রানার্স আপ হয়ে নক আউট পর্বে চলে গেল নয়্যার-মুলাররা। বুদাপেস্টে হাঙ্গেরির সঙ্গে ২-২ ব্যবধানে ড্র করে ডাই মানশাফট।

নকআউট পর্বে গ্যারেথ সাউথগেটের ইংল্যান্ডকে পাচ্ছে ওয়াকিম লোভের জার্মানি। দুই দলের দেখা হচ্ছে লন্ডনের ঐতিহাসিক ওয়েম্বলি স্টেডিয়ামে।

নিজেদের প্রথম ম্যাচে ফ্রান্সের কাছে হেরে ইউরোর মিশন শুরু করে জার্মানি। পরের ম্যাচে পর্তুগালকে হারিয়ে নকআউট পর্বের আশা জিইয়ে রাখে তিনবারের ইউরো চ্যাম্পিয়নরা।

শেষ ম্যাচে পর্তুগালকে হারানোর আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামে জার্মানি। আর ফ্রান্সকে রুখে দেয়ার মনোবল নিয়ে জার্মানির ঘরের মাঠ আলিয়াঞ্জ আরেনায় লড়াই শুরু করে হাঙ্গেরি।

বায়ার্ন মিউনিখের স্টেডিয়ামে হাঙ্গেরি ম্যাচের ১১ মিনিটেই স্বপ্নের শুরু পেয়ে যায়। জার্মানিকে চমকে দিয়ে অ্যাডাম সিয়ালাইয়ের গোলে লিড নেয় সফরকারী দল।

প্রথমার্ধে আর গোল না হলে পিছিয়ে থাকার অস্বস্তি নিয়ে বিরতিতে যায় জার্মানি।

বিরতির পর এবারের ইউরোর সবচেয়ে আকর্ষণীয় ৪৫ মিনিটের ফুটবল উপভোগ করেন ফুটবলভক্তরা।

ম্যাচের ৬৬ মিনিটে চেলসি তারকা কাই হার্ভেটসের গোলে সমতার স্বস্তিতে ফিরে স্বাগতিক দল।দুই মিনিট পরে আবারও হাঙ্গেরির ধামাকা। আন্ড্রেস শ্যাফারের গোলে আবারও লিড নিয়ে ফেলে মাইটি ম্যাগিয়ার্স।

এবারের টুর্নামেন্টের সবচেয়ে বড় অঘটনের আর মাত্র মিনিট ছয়েক যখন বাকি, তখন গোরেটসকার গোলে সমতায় ফেরে জার্মানি। ম্যাচের ঘড়িতে তখন ৮৪ মিনিট।

২-২ স্কোরলাইনে ম্যাচ শেষ হলে পর্তুগালকে টপকে গ্রুপ রানার্স আপ হয়ে নকআউট পর্বে চলে যায় চারবারের বিশ্বকাপজয়ীরা।

পুরো টুর্নামেন্টে নজরকাড়া ফুটবল খেলা হাঙ্গেরিকে বিদায় নিতে হয় গ্রুপ অফ ডেথ থেকে।

এ বিভাগের আরো খবর