বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মোহামেডান শিবিরে স্বস্তি, হচ্ছে ঢাকা ডার্বি

  •    
  • ২৩ জুন, ২০২১ ২২:২৫

পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী বলেন, ‘মোহামেডান আজকের সভায় জানিয়েছে তাদের কোচসহ আটজন ফুটবলারের করোনা নেগেটিভ এসেছে। বাকীরা পজিটিভ। তারা ঢাকা ডার্বির ম্যাচটি খেলার বিষয়ে সম্মত হয়েছে।’

একদিন পিছিয়ে ২৬ জুন থেকে মাঠে গড়াচ্ছে প্রিমিয়ার লিগ। তার আগে স্বস্তি ফিরেছে মোহামেডান শিবিরে। প্রধান কোচ শন লেন ও আট ফুটবলারের কোভিড রেজাল্টে নেগেটিভ এসেছে। এমন খবরের পর ঢাকা আবাহনীর বিপক্ষে ম্যাচটি খেলতে সম্মত হয়েছে ক্লাব ম্যানেজমেন্ট।

মোহামেডানের টিম ম্যানেজার আবু হাসান প্রিন্সের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী।

তিনি বলেন, ‘মোহামেডান আজকের সভায় জানিয়েছে তাদের কোচসহ আটজন ফুটবলারের করোনা নেগেটিভ এসেছে। বাকিরা পজিটিভ। তারা ঢাকা ডার্বির ম্যাচটি খেলার বিষয়ে সম্মত হয়েছে।’

এর আগে গত ২১ জুন কোভিড টেস্টে ১২ ফুটবলার, প্রধান কোচ ও ৪ বল বয়সহ মোটে ১৭ জনের পজিটিভ ধরা পড়ে। পরের দিন মঙ্গলবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে শিডিউল পিছিয়ে দেয়ার মানবিক আবেদন করেছে ঐতিহ্যবাহী দলটি।

বুধবার দ্বিতীয় টেস্টের ফলাফলে মোট নয়জনের নেগেটিভ আসে। ২৫ জুন নির্ধারিত ঢাকা ডার্বি ম্যাচে খেলতে না পারার মানবিক আবেদন থেকে সরে এসেছে ক্লাবটি। ম্যাচটি পিছিয়ে ২৭ জুন নেয়া হয়েছে।

প্রধান কোচ শন লেন বৃহস্পতিবার থেকে মাঠের অনুশীলনে ফিরছে বলে জানা যায়। প্রিমিয়ার লিগে ১৫ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে পাঁচে আছে মোহামেডান। একই পয়েন্ট নিয়ে এক ম্যাচ বেশি খেলে গোল ব্যবধানে এগিয়ে থেকে চট্টগ্রাম আবাহনী আছে চারে। ৩২ পয়েন্ট নিয়ে তিনে শেখ জামাল। একই পয়েন্ট নিয়ে দুইয়ে আবাহনী।

এ বিভাগের আরো খবর