দিদিয়ের দেশমঁ ২০১৪ বিশ্বকাপের পর নতুন একটা দল বানানোর চেষ্টায় ছিলেন, যেটি পরের পাঁচ-ছয় বছর বিশ্ব ফুটবলের শ্রেষ্ঠত্ব ধরে রাখবে। পল পগবা, কিলিয়ান এমবাপে ও এনগোলো কান্তেকে ঘিরে তেমন স্কোয়াড তৈরিও করে ফেলেন ফ্রান্সের হেড কোচ।ধীরে ধীরে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে থাকে দেশমেঁর তরুণ তুর্কিরা। তাদের সবচেয়ে বড় পরীক্ষার মঞ্চ আসে নিজ দেশের, ২০১৬ সালের ইউরোতে। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলে ফাইনালে পৌঁছায় ল্য ব্লু।ফেভারিট হিসেবে ফাইনালে আসা ফ্রান্সের সঙ্গে শিরোপার লড়াইয়েই ঘটে অঘটন। টুর্নামেন্টজুড়ে ধারাবাহিকতাহীন পর্তুগালের কাছে হেরে শিরোপা হারাতে হয় তাদের।সেই ধাক্কা সামলাতে বেশ খানিকটা সময় লেগে যায় পগবা-এমবাপে-ডেম্বেলেদের। ইউরোর হার থেকে শিক্ষা নিয়েই দুই বছর পর রাশিয়ায় বিশ্বকাপের ট্রফি উঁচিয়ে ধরে ফ্রান্স।পাঁচ বছর পর আবারও একই সমতলে ফ্রান্স ও পর্তুগাল। ইউরোর ফাইনালের রিপিট ম্যাচে রাত ১টায় হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে মুখোমুখি হচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স ও ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল।ডেথ গ্রুপ-এফের শীর্ষে আছে ফ্রান্স। বিশ্বসেরা দলের মতো জার্মানিকে হারিয়ে শুরু করার পর দ্বিতীয় ম্যাচে হাঙ্গেরির বিপক্ষে পয়েন্ট খোয়ায় তারা। এই গ্রুপ থেকে নকআউট এরই মধ্যে নিশ্চিত করেছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।অন্যদিকে ক্রিস্টিয়ানো রোনালডোর ভেলকিতে হাঙ্গেরিকে হারিয়ে শুরু করলেও পরের ম্যাচে ভূপাতিত হয় পর্তুগাল। জার্মানির বিপক্ষে গুনে গুনে চার গোল হজম করে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় এখন ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।ফ্রান্সের কাছে হেরে গেলে আর হাঙ্গেরি জার্মানির বিপক্ষে জিতলে বাদ পড়ে যাবে পর্তুগাল। এমন সমীকরণকে মাথায় রেখে ফেলিশ-রোনালডোরা রাতে নামছে বলে জানিয়েছেন পর্তুগালের হেড কোচ ফার্নান্দো সান্তোস।ম্যাচের আগে সংবাদ সম্মেলনে সান্তোস বলেন, ‘আমরা জানি আমাদের কার কী দায়িত্ব। শেষ ম্যাচে হারের পরদিনই অনুশীলনে খেলোয়াড়রা উজ্জীবিত ছিল। বেশ কিছু অভিজ্ঞ খেলোয়াড় আছে স্কোয়াডে, যারা জানেন কীভাবে কঠিন অবস্থা থেকে ফিরে আসতে হয়।’একই সুর অভিজ্ঞ ডিফেন্ডার পেপের কণ্ঠেও। রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকা বলেন, ‘আমরা জানি দুর্দান্ত একটা দলের বিপক্ষে নামছি। কিন্তু আমাদের নিজেদের যথেষ্ট অস্ত্র রয়েছে, যেগুলো নিয়ে আমরা আক্রমণ করব।’ফ্রান্সের কোচ দিদিয়ের দেশমঁ বলছেন, পর্তুগাল কী ভাবছে সেটা নিয়ে চিন্তিত নন তিনি। নিজের শিষ্যদের পারফরম্যান্সে ফোকাস তার।
ফ্রান্স দলের অনুশীলনে সতীর্থদের সঙ্গে আঁতোয়া গ্রিজমান। ছবি:টুইটার
‘গ্রুপে ভালো ফল করার জন্য ম্যাচে আমাদের সেরা খেলাটাই খেলতে চাই। পর্তুগালের সঙ্গে কী ঘটবে সেটা আমি জানি না। আমার মনোযোগ নিজেদের দিকে। যেহেতু আমরা নকআউটে এরই মধ্যে পৌঁছে গেছি, সেটা আমাদের এক ধরনের স্বস্তি দিচ্ছে। তবে ফরাসি জনগণের কাছে ভালো খেলার জন্য আমরা দায়বব্ধ।’হাঙ্গেরির বিপক্ষে ম্যাচে আঘাত পাওয়ায় টুর্নামেন্ট শেষ হয়ে গেছে স্ট্রাইকার উসমান ডেম্বলের। তার জায়গায় বেঞ্চে থাকছেন অলিভিয়ে জিঁরু।পর্তুগালের হয়ে আক্রমণে ক্রিস্টিয়ানো রোনালডোর সঙ্গী হিসেবে ফিরছেন রেনাতো সানচেস ও জোয়াও ফেলিশ।একই গ্রুপের অন্য ম্যাচে হাঙ্গেরির বিপক্ষে মিউনিখের আলিয়াঞ্জ আরেনায় নামছে জার্মানি।