কোপা আমেরিকায় ব্রাজিলের যেমন ফর্ম তাতে শেষ আটে কোয়ালিফাই করা নিয়ে কোনো সন্দেহ নেই তাদের। নিজেদের গ্রুপে শীর্ষস্থান নিশ্চিত করতে বৃহস্পতিবার সকালে নামছে তারা। সকাল ৬টায় নয়বারের কোপা বিজয়ীদের প্রতিপক্ষ কলম্বিয়া।নিজেদের প্রথম দুই ম্যাচে ৭ গোল করা ব্রাজিলের ফরোয়ার্ড লাইন আছে তুখোড় ফর্মে। নেইমারের নেতৃত্বে প্রতিপক্ষের বক্সে আতঙ্ক ছড়াচ্ছেন রিচার্লিসন, জেসুস, গাবিগোলরা। দুই ম্যাচে সাত গোল করেছেন ব্রাজিলের ছয়জন গোলস্কোরার।আক্রমণভাগে কোনো সমস্যা নেই সেলেকাওদের সেটা নিশ্চিত। তবে থিয়াগো সিলভার অধীনে থাকা ব্রাজিলিয়ান ডিফেন্সকে খুব একটা পরীক্ষা দিতে হয়নি এখন পর্যন্ত। তিন ম্যাচে মাত্র দুই গোল করা কলম্বিয়ার বিপক্ষে সেই ঝুঁকি থাকছে কম।ব্রাজিলের কোচ লিওনার্দো তিতে অবশ্য সমীহ করছেন প্রতিপক্ষকে। ম্যাচের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তিতে বলেন, ‘তারা একটা দারুণ দল। আমি তাদের সম্মান করি। কলম্বিয়ার সঙ্গে আমাদের ম্যাচ সবসময়ই কঠিন হয়। আমি খেলোয়াড়দের এটা মাথায় রাখতে বলেছি। ভালো একটা খেলা হবে। মাঠে আমরা জিততে চাই। কিন্তু আমাদের চাওয়াটা তাদের চেয়ে বেশি থাকতে হবে।’প্রথম দুই ম্যাচে খেলোয়াড় বাছাইয়ের ক্ষেত্রে রোটেশন পদ্ধতি ব্যবহার করেছেন ব্রাজিলের কোচ লিওনার্দো তিতে। কলম্বিয়ার বিপক্ষেও নিজের অব্যবহৃত খেলোয়াড়দের বেছে নিতে পারেন তিনি।
ব্রাজিলের অনুশীলনে সতীর্থদের সঙ্গে ডিফেন্ডার থিয়াগো সিলভা। ছবি: এএফপি
পিএসজির মার্কিনিয়োস ও রিয়াল মাদ্রিদের কাসেমিরো ফিরতে পারেন একাদশে। নেইমারের সঙ্গে ফ্রন্ট লাইনে থাকতে পারেন এভারটন ও গাব্রিয়েল জেসুস।তাদের প্রতিপক্ষ কলম্বিয়া কোপা আমেরিকায় খুব একটা ভালো সময় পার করছে না। প্রথম ম্যাচে ইকুয়েডরকে হারিয়ে শুরু করলেও, দ্বিতীয় ম্যাচে ভেনেজুয়েলার সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর তৃতীয় ম্যাচে পেরুর কাছে হেরে যায় তারা।চতুর্থ ম্যাচে শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে হেরে গেলে নকআউট রাউন্ডে কোয়ালিফাই করাটা কঠিন হয়ে যাবে তাদের জন্য। রিও অলিম্পিক স্টেডিয়ামে স্বাগতিকদের কাছ থেকে তাই পয়েন্ট কেড়ে নিতে চাইবে কলম্বিয়া।গ্রুপ বি-তে দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ব্রাজিল। দুইয়ে থাকা কলম্বিয়ার সংগ্রহ চার পয়েন্ট। তবে তারা খেলেছে তিন ম্যাচ। তিনে আছে পেরু। দুই ম্যাচ থেকে তাদের সংগ্রহ তিন পয়েন্ট।মাঠে নামার আগেই পেরুর চেয়ে পিছিয়ে পড়তে পারে কলম্বিয়া। কারণ তাদের আগেই রাত ৩টায় ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামছে পেরু। ম্যাচে জয় পেলে কলম্বিয়াকে ছাড়িয়ে ছয় পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে আসবে তারা।