বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

টানা তিন জয়ে নকআউটে অপ্রতিরোধ্য বেলজিয়াম

  •    
  • ২২ জুন, ২০২১ ০৩:১৩

রাশিয়ার সেন্ট পিটারবুর্গ স্টেডিয়ামে ফিনল্যান্ডকে ২-০ গোলে হারায় বেলজিয়াম। আত্মঘাতী গোলে লিড নেয়ার পর লুকাকুর স্ট্রাইকে দুই গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বেলজিয়াম।

কোনো বাধাই যেন বেলজিয়ামের কাছে টিকছে না। চলমান ইউরো চ্যাম্পিয়নশিপে প্রথম দুই ম্যাচে জেতার পর গ্রুপের তৃতীয় ম্যাচে ফিনল্যান্ডকে হারাল লুকাকু-ব্রুইনারা। টানা তিন জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট নিশ্চিত করেছে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা দলটি।

রাশিয়ার সেন্ট পিটারবুর্গ স্টেডিয়ামে ফিনল্যান্ডকে ২-০ গোলে হারায় বেলজিয়াম।

ডেনমার্ক ও রাশিয়াকে হারিয়ে উড়ন্ত জয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা রবার্তো মার্টিনেজের শিষ্যরা এ ম্যাচেও পুরো শক্তির দল নিয়ে মাঠে নামে। আধিপত্য নিয়ে পুরো ম্যাচ খেলেছে লুকাকুরা।

তবে, প্রথমার্ধ পর্যন্ত বেলজিয়ামকে রুখে দেয় প্রথমবারের মতো ইউরোতে অংশ নেয়া ফিনল্যান্ড।

দ্বিতীয়ার্ধে আর আটকে রাখা সম্ভব হয়নি। ৭৪ মিনিটে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে ফিনল্যান্ড। কেভিন ডি ব্রুইনার কর্নার থেকে উড়ে আসা বলটা হেড করেন থমাস ভার্মালেন।বারে প্রতিহত হয়ে গোলকিপার লুকাস রাদেকির গায়ে লেগে বল পেরিয়ে যায় গোলবার লাইন। লিড নিয়ে ফেলে বেলজিয়াম।

তার আগেই অবশ্য রোমেলু লুকাকুর গোলে এগিয়ে যেত বেলজিয়াম। ম্যাচের ৬৬ মিনিটে অফসাইডে বাতিল হয় ইন্টার মিলানের এই স্ট্রাইকারের গোল।

এই ম্যাচে তাকে গোল করা থেকে বিরত রাখতে পারেনি ফিনল্যান্ড। ব্রুইনার কাছ থেকে ডি-বক্সের ভেতরে বল পেয়ে একটু ঘুরেই বল জালে জড়িয়ে টুর্নামেন্টে নিজের ৩ নম্বর গোলটি আদায় করে নেন লুকাকু।

তিন ম্যাচেই গোলের দেখা পেলেন এই স্ট্রাইকার। সব মিলিয়ে ৯৬ ম্যাচে তার গোলের সংখ্যা গিয়ে দাঁড়াল ৬৩-তে।

এ জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ইতালি ও নেদারল্যান্ডের পর নকআউট পর্বে চলে গেল বেলজিয়াম। রাশিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে নকআউট পর্বে চলে গেছে ডেনমার্ক।

এ বিভাগের আরো খবর