আধুনিকায়নের কথা ছিল আগেই। কয়েক দফা পিছিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হতে চলেছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের আধুনিকায়নের কার্যক্রম। এতে পাল্টে যাবে স্টেডিয়ামের পুরনো চেহারা।
ফুটবলের প্রধান ভেন্যু হওয়ার কারণে সারাবছর ব্যস্ত থাকে এই স্টেডিয়াম। কীভাবে ফুটবলের কার্যক্রম অন্যত্র সরিয়ে নিয়ে স্টেডিয়াম আধুনিকায়নের ব্যবস্থা করা যায় তা নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে বৈঠকে বসেছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, লিগ শেষ হওয়ার পর আধুনিকায়নের মূল কাজ শুরু হবে। সম্ভাব্য সময় আগস্টের প্রথম সপ্তাহ। তবে, অন্যান্য কাজ শুরু হবে মঙ্গলবার থেকে।
কবে কার্যক্রম শুরু হচ্ছে জানালেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। বলেন, ‘গত মার্চ মাসেই শুরু হওয়ার কথা ছিল। যেহেতু ফুটবল ফেডারেশনের নিয়মিত খেলা চলছিল সেজন্য আমরা কার্যক্রম শুরু করতে পারছিলাম না। লিগের খেলা শেষ হলেই আমরা আনুষ্ঠানিকভাবে মাঠের কাজটি শুরু করব। মাঠ ও টার্ফের কাজ শুরু করব।’
আগামী সেপ্টেম্বরে সাফ আয়োজনের কথা ছিল বাংলাদেশের। আধুনিকায়নের কাজ চললে সাফ চ্যাম্পিয়নশিপের খেলা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে সরিয়ে নেয়ার কথা জানালেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন।
তিনি বলেন, ‘আমাদের লিগ শেষ হবে পাঁচ আগস্টে। এরপরে মাঠ হ্যান্ডওভার করে দিতে সমস্যা নাই। সমস্যা হবে পরের বছরে। বঙ্গবন্ধু গোল্ডকাপ নিয়ে। একটা সমাধান আমাদের বের করতে হবে।
‘বঙ্গবন্ধুতে যদি না হয় তাহলে দেশেতো আরও অনেক স্টেডিয়াম আছে। সিলেট আছে, চট্টগ্রাম আছে, কুমিল্লা আছে। একটা সমাধান বের করব। আজকের মিটিংয়ের পরে আমরা সাফ কমিটির সঙ্গে বসব। সাফের খেলা নিয়ে করোনার মধ্যে দলগুলো কনফার্ম করে আবার করে না। এখানে একটা সমস্যা রয়ে গেছে।’
স্টেডিয়ামের কী কী আধুনিকায়ন করা হতে পারে তার একটি ধারণা দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
তিনি বলেন, ‘পুরো স্টেডিয়ামটিতে শেড দিতে চাচ্ছি। পাশাপাশি স্টেডিয়ামের ড্রেসিং রুম, মিডিয়া সেন্টার, ডক্টরস রুম, প্রেসিডেন্ট বক্স, ভিআইপি বক্স, গ্যালারি, টয়লেটগুলো আধুনিকায়ন করা হবে।’
বঙ্গবন্ধু স্টেডিয়ামের চেহারা পাল্টালেও সরছে না স্টেডিয়ামের বাইরের দোকান পাট। রাসেল বলেন, ‘বাইরের অংশে যদি কোনো স্থাপনা হয়ে যায় তাহলে সেটা সরানো খুব কষ্টকর একটা বিষয়। ভবিষ্যতে ১০-১২ বছর পরে যদি নতুন করে স্টেডিয়াম ভেঙে করি তাহলে দোকান-পাট থাকবে না।’
আগামী বছরই আধুনিকায়ন কার্যক্রম শেষ করার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।