বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ওয়েলসকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ‘অজেয়’ ইতালি

  •    
  • ২১ জুন, ২০২১ ০০:১৮

ওয়েলসকে এক গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নক আউট পর্বে চলে গেল ইতালি। রোমে আরেকটি জয়ের গল্প লিখে ৩০ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়েছে ইতালি।

প্রথম দুই ম্যাচে জিতে আগেই ইউরো চ্যাম্পিয়নশিপের নক আউট পর্ব নিশ্চিত করেছিল ইতালি। তৃতীয় ম্যাচটা তাই নিয়মরক্ষার ছিল রবার্তো মানচিনির কাছে। ওয়েলসকে এক গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নক আউট পর্বে চলে গেল ইতালি।

রোমে আরেকটি জয়ের গল্প লিখে ৩০ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়েছে ইতালি।

নিয়মিত একাদশের ফুটবলারদের বেঞ্চে বসিয়ে বলায় যায় দ্বিতীয় সারির দল নামিয়েছিলেন মানচিনি। স্কোয়াডের শোক্তি যেন একটু ঝালিয়ে নিলেন ম্যানচেস্টার সিটির সাবেক এই বস।

পুরো ম্যাচেও আধিপত্য নিয়ে খেলেছে ইতালি। প্রথমার্ধেই লিড ধরে নেয় স্বাগতিকরা। ম্যাচের ৩৯ মিনিটে মার্কো ভেরাত্তির পাস থেকে গোল করেন মাত্তেও পেসিনা।

সেরি আ ক্লাব আতালান্তার এই মিডফিল্ডারের গোলেই ম্যাচভাগ্য নির্ধারিত হয়।

দ্বিতীয়ার্ধে কিছুটা ফেরার চেষ্টা করার চেষ্টা করে গ্যারেথ বেলের ওয়েলস। তবে ৫৫ মিনিটে ইথান এমপাডু লাল কার্ড খেয়ে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় ব্রিটিশ ড্রাগনরা।

এই অবস্থা থেকে আর সমতায় ফেরা সম্ভব হয়নি দলটির। জয় নিয়ে মাঠ ছাড়ে ইতালি।

এ হারে অবশ্য গোলব্যবধানে এগিয়ে থেকে পয়েন্ট টেবিলের দুইয়ে আছে ওয়েলস। এদিকে একই গ্রুপে তুরস্ককে ৩-১ গোলে হারিয়েছে সুইজারল্যান্ড। এ জয়ে নক আউটের আশা জিইয়ে রেখেছে দলটি।

এ বিভাগের আরো খবর