বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

টানা দ্বিতীয় ম্যাচে পয়েন্ট হারাল ক্রোয়েশিয়া

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৯ জুন, ২০২১ ০০:০১

চেক রিপাবলিকের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে লুকা মডরিচের দল। চেকদের পক্ষে গোল করেন প্যাটট্রিক শিক। ক্রোয়াটদের সমতায় ফেরান ইভান পেরিসিচ।

ইউরো চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় ম্যাচে জয়হীন থাকল বিশ্বকাপ রানার্স আপ ক্রোয়েশিয়া। গ্রুপ ডি-এর ম্যাচে চেক রিপাবলিকের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে লুকা মডরিচের দল।

স্কটল্যান্ডের হ্যাম্পডেন পার্কে অনন্য এক রেকর্ড নিয়ে মাঠে নামে ক্রোয়েশিয়া। সবশেষ দশটি মেজর টুর্নামেন্টে তারা কখনও নিজেদের দ্বিতীয় ম্যাচ হারেনি। ২০১৬ ইউরোতে নিজেদের দ্বিতীয় ম্যাচে চেক রিপাবলিকের সঙ্গেই ২-২ গোলে ড্র করে তারা।

একই প্রতিপক্ষের বিপক্ষে এবারের টুর্নামেন্টে শুরুটা ভালো হয়নি ক্রোয়াটদের। দ্বিতীয় মিনিটে ইয়াঙ্কটোর ক্রস নিজেদের বক্স থেকে পুরোপুরি ক্লিয়ার করতে ব্যর্থ হন ক্রোয়েশিয়ার ডিফেন্ডার সিমে ভারসালিকো।

ছুটে যাওয়া বলে হেড করেন ভ্লাদিমির কুফাল। কাছ থেকে দারুণ ব্লক করে ক্রোয়াটদের সুরক্ষিত রাখেন অভিজ্ঞ ডোমাগোই ভিডা।

চেক রিপাবলিক গোল করতে না পারলেও হতাশ হয়নি। বারবার চেষ্টা করে গেছে ক্রোয়াটদের বক্সে। এর ফল পায় তারা বিরতির আগে।

৩৫ মিনিটে নিজেদের বক্সে প্যাটট্রিক শিককে ফাউল করেন ক্রোয়েশিয়ার ডেয়ান লভরেন। ভিডিও অ্যাসিস্টেন্টের সাহায্য নিয়ে রেফারি পেনাল্টির নির্দেশ দেন।

পেনাল্টি স্পট থেকে ঠাণ্ডা মাথায় লক্ষ্যভেদ করেন শিক। টুর্নামেন্টে এটি তার দ্বিতীয় গোল। ওই এক গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে চেকরা।

বিরতির পরপরই সমতায় ফেরে ক্রোয়েশিয়া। আন্দ্রেই ক্রামারিকের ফ্রি-কিক থেকে বল পেয়ে যান ইভান পেরিসিচ। কুফালকে ডজ দিয়ে দারুণ শটে লক্ষ্যভেদ করেন এই ইন্টার মিলান উইঙ্গার।

কামব্যাক করে উজ্জ্বীবিত হয়ে খেলা শুরু করে বিশ্বকাপ ফাইনালিস্টরা। তবে কাছ থেকে শট বারে রাখতে ব্যর্থ হন নিকোলা ভ্লাসিচ।

আর শেষ মুহূর্তে ব্রুনো পেটকোভিচের শট ঠেকিয়ে দেন চেক রিপাবলিকের ডিফেন্ডার টমাস কালাস।

ফলে ১-১ সমতাতেই শেষ হয় ম্যাচ। ড্রয়ের পরও দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে চেক রিপাবলিক।

আর টানা দ্বিতীয় ম্যাচে জয় বঞ্চিত থাকায় তারা আছে গ্রুপের তিনে। বুধবার ইংল্যান্ডের মুখোমুখি হবে চেক রিপাবলিক আর ক্রোয়েশিয়া খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে

এ বিভাগের আরো খবর