বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পেনাল্টি গোলের জয়ে গ্রুপের শীর্ষে সুইডেন

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৮ জুন, ২০২১ ২১:১১

স্লোভাকিয়াকে একমাত্র গোলে হারায় স্ক্যান্ডিনেভিয়ার দেশটি। পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন এমিল ফর্সবার্গ।

ইউরো চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে এসে জয়ের দেখা পেয়েছে সুইডেন। দিনের প্রথম ম্যাচে স্লোভাকিয়াকে একমাত্র গোলে হারায় স্ক্যান্ডিনেভিয়ার দেশটি। পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন এমিল ফর্সবার্গ।

সেইন্ট পিটার্সবুর্গে দেখেশুনে ম্যাচ শুরু করে সুইডেন ও স্লোভাকিয়া। প্রথমার্ধে গোলের সুযোগ পায় দুই দলই। কিন্তু কাজে লাগাতে পারেনি তারা।

পাঁচ মিনিটের সময় স্লোভাকিয়ার মারেক হামসিকের শট চলে যায় বারের উপর দিয়ে। মিনিট দশেক পর সুইডেনের মিকায়েল লুসটিগের শটও লক্ষ্যভ্রষ্ট হয়। বিরতির ঠিক আগে আবারও শট বারের উপর দিয়ে মারেন হামসিক।

দ্বিতীয়ার্ধে কিছুটা প্রাণ ফেরে ম্যাচে। এই অর্ধের শুরুতে টানা দুটি সুযোগ পায় সুইডেন। তা কাজে লাগাতে পারেননি সুইডিশ ফরোয়ার্ড আলেক্সান্ডার আইসাক ও ফর্সবার্গ।

৫৮ মিনিটে হামসিকের শট ব্লক করেন সুইডিশ গোলকিপার রবিন ওলসেন। পরের মিনিটে অগুস্টিনসনের শট ঠেকিয়ে ম্যাচকে গোলশূন্য রাখেন স্লোভাকিয়ার কিপারমারটিন ডুব্রাভকা।

তবে ডুব্রাভকার ভুলেই পেনাল্টি পায় সুইডেন। নিজেদের বক্সে প্রতিপক্ষের রবিন কোয়াইসনকে ফাউল করেন স্লোভাক কিপার।

রেফারি পেনাল্টির বাঁশি বাজালে স্পট থেকে লক্ষ্যভেদ করতে ভুল করেননি ফর্সবার্গ। ডেডলক ভাঙ্গে ৭৭ মিনিটে। টানা দশ ম্যাচে সুইডেনের হয়ে গোল করলেন বুনডেসলিগার দল লাইপজিগের এই মিডফিল্ডার।

বাকি সময়ে ম্যাচে সমতা ফেরাতে পারেনি স্লোভাকিয়া। এক গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে সুইডেন।

এই জয়ে গ্রুপ ই-এর শীর্ষে পৌঁছে গেছে সুইডেন। বুধবার তারা নিজেদের শেষ গ্রুপ ম্যাচ খেলবে পোল্যান্ডের বিপক্ষে।

একই দিন স্লোভাকিয়া মুখোমুখি হবে গ্রুপ ফেভারিট স্পেনের।

এ বিভাগের আরো খবর