বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ব্রাজিল অলিম্পিকস দলে আলভেস, বাদ নেইমার

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৮ জুন, ২০২১ ১৬:০০

দলে জায়গা করে নিয়েছেন ৩৮ বছর বয়সী অভিজ্ঞ ডিফেন্ডার দানি আলভেস। তাকেই অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে।

টোকিও অলিম্পিকসে খেলা হচ্ছে না নেইমারের। বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারকে বাদ দিয়ে অলিম্পিকস দল ঘোষণা করেছে দেশটির ফুটবল ফেডারেশন। দলে জায়গা করে নিয়েছেন ৩৮ বছর বয়সী অভিজ্ঞ ডিফেন্ডার দানি আলভেস। তাকেই অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে।পাঁচ বছর আগে ঘরের মাঠে স্বর্ণপদক বিজয়ী ব্রাজিল এবারও সেই স্থান ধরে রাখার মিশনেই টোকিওতে মাঠে নামবে। রিও অলিম্পিকে দলে থাকা নেইমারের প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) সতীর্থ মার্কিনিয়োসও কোচ আন্দ্রে জারদিনের বিবেচনায় আসতে পারেননি।

বার্সেলোনার সাবেক তারকা আলভেস হাঁটুর ইনজুরির কারণে কোপা আমেরিকায় খেলতে পারছেন না। অভিজ্ঞ এই ডিফেন্ডার ২২ জুলাই ২০১৬ সালের ফাইনালিস্ট জার্মানির বিপক্ষে ব্রাজিলের প্রথম ম্যাচের আগেই সুস্থ হয়ে উঠবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন জারদিন।

ফ্রেঞ্চ লিগে খেলা দুজন খেলোয়াড় অলিম্পিকস দলে ডাক পেয়েছেন, তারা হলেন লিঁওর ব্রুনো গিমারেস ও মার্সেইর নতুন খেলোয়াড় গারসন।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম জানিয়েছে নেইমার অলিম্পিকসে খেলার আগ্রহ প্রকাশ করলেও ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) ইঙ্গিত দিয়েছে যে বড় দুটি টুর্নামেন্টে একসাথে মনোনিবেশ করার পর প্রাক-মৌসুম ক্লাব প্রতিশ্রুতিতে প্রভাব পড়বে বলেই নেইমারকে অলিম্পিকস দল থেকে বাদ দেয়া হয়েছে।

অলিম্পিকে সাধারণত প্রতিটি দেশের অনূর্ধ্ব ২৩ দলটি খেলে থাকে। ১৬ জনের স্কোয়াডে তিনজন বেশি বয়সী খেলোয়াড় খেলার সুযোগ রয়েছে। সেই সুযোগ কাজে লাগিয়ে ব্রাজিল দলে আলভেসের পাশাপাশি ৩১ বছর বয়সী গোলকিপার সান্তোস ও ২৮ বছর বয়সী সেভিয়ার ডিফেন্ডার দিয়েগো কার্লোসকে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে ডাকা হয়েছে।

ব্রাজিল অলিম্পিক স্কোয়াড

গোলরক্ষক : সান্তোস, ব্রেনো।

ডিফেন্ডার : দানি আলভেস, গ্রাবিয়ের মেনিনো, গিলার্মে আরানা, গাব্রিয়েল মাগালিয়েস, নিনো, দিয়েগো কার্লোস।

মিডফিল্ডার : দগলাস লুইজ, ব্রুনো গিমারায়েস, গারসন, ক্লদিনিও, ম্যাথিউস হেনরিকেস।ফরোয়ার্ড : ম্যাথিউস কুনিয়া, ম্যালকম, আন্তোনি, পলিনিয়ো, পেদ্রো।

এ বিভাগের আরো খবর