বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ব্রাজিলের জার্সিতে দারুণ লাগছে নেইমারের

  •    
  • ১৮ জুন, ২০২১ ১১:২৫

পেরুর বিপক্ষে এক গোলে ১০৭ ম্যাচে তার গোলসংখ্যা দাঁড়াল ৬৮টিতে। কিংবদন্তি পেলের চেয়ে মাত্র নয় গোল পিছিয়ে নেইমার।

অধিনায়কের আর্মব্যান্ড পাওয়ার পর থেকে যেন পালটে গেছেন নেইমার জুনিয়র। কোপা আমেরিকায় ব্রাজিলের হয়ে দুই ম্যাচে তার পা থেকে এসেছে দুই গোল। সবমিলিয়ে শেষ পাঁচ ম্যাচে সাত গোল এই প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) সুপারস্টারের।নেইমারের কল্যাণে কোপা আমেরিকার প্রথম দুই ম্যাচে সাত গোল করেছে ব্রাজিল। স্বাভাবিকভাবেই সেলেকাওদের হয়ে এই গোলবন্যার সময়টা দারুণ উপভোগ করছেন বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার।

পেরুকে ৪-০ গোলে উড়িয়ে দেয়ার পর নিজের ইনস্ট্যাগ্রামে এক পোস্ট নিজের ছবি দিয়ে সময়টা যে দারুণ উপভোগ করছেন তা প্রকাশ করেছেন নেইমার। লিখেছেন, ‘এই জার্সি গায়ে দেয়ার অনুভূতি অবিশ্বাস্য রকমের ভালো।’ব্রাজিলের হয়ে নিজের ক্যারিয়ারে অন্যতম সেরা সময় কাটাচ্ছেন এই তারকা ফরোয়ার্ড। পরিসংখ্যানও তাই বলছে। পেরুর বিপক্ষে ম্যাচের পরিসংখ্যান অনুযায়ী নেইমারের:

গোল – ১টিশট নিয়েছেন – ৫টিটার্গেটে শট – ২টিড্রিবল করেছেন – ১১টিবলে টাচ – ৭১ বারগুরুত্বপূর্ণ পাস – ৪টিসুযোগ তৈরি – ২টিফাউলের শিকার – ৭ বারপেরুর বিপক্ষে ম্যাচ শেষে খানিকটা আবেগতাড়িত হয়ে পড়েন ব্রাজিলের পোস্টার বয়। চোটের কারণে ২০১৯ সালের কোপা খেলতে না পারার কষ্ট তাকে বেশ কিছুদিন তাড়া করেছে জানান তিনি। কান্না জড়ানো কণ্ঠে সংবাদমাধ্যমকে বলেন, ‘গত দুই বছর যা ঘটেছে সেটা আমার জন্য সহজ ছিল না। আমি আবেগী হয়ে পড়েছি কিছুটা।’পেরুর বিপক্ষে এক গোলে ১০৭ ম্যাচে তার গোলসংখ্যা দাঁড়াল ৬৮টিতে। কিংবদন্তি পেলের চেয়ে মাত্র নয় গোল পিছিয়ে নেইমার।

ব্রাজিলের হয়ে খেলার সময় সংখ্যাগুলো তার মাথায় থাকে না উল্লেখ করে নেইমার বলেন, ‘ব্রাজিলের হয়ে খেলাটাই আমার জন্য সম্মানের ব্যাপার। সারাজীবন সেলেকাওদের হয়ে খেলার স্বপ্ন দেখে এসেছি। কখনও ভাবিনি এতোগুলো গোল করতে পারব।’লিওনেল মেসির ছায়া থেকে বেরিয়ে আসতে চার বছর আগে বার্সেলোনা ছেড়েছিলেন নেইমার। বরাবরই চেয়েছেন মেসির পর বিশ্বসেরার ব্যাটন যেন তার হাতেই আসে।ব্রাজিলের জার্সিতে যেমনটা পারফর্ম করছেন নেইমার, ফুটবল বিশ্বে মেসির উত্তরাধিকারীর হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি পেতে খুব একটা সময় লাগবে না তার। কোপা আমেরিকার শিরোপা জিতলে ব্যলন ডরের দৌঁড়েও এগিয়ে থাকবেন ব্রাজিলের দশ নম্বর।

নেইমারকে একটা ছোট্ট দুঃসংবাদ অবশ্য শুনতে হয়েছে পেরুর বিপক্ষে নামার আগে। ব্রাজিলের অলিম্পিক দলে এবার তাকে ডাকা হয়নি। তার জায়গায় আরেক অভিজ্ঞ তারকা দানি আলভেসকে ডেকেছেন অলিম্পিক দলের কোচ আন্দ্রে জারদিন।

এ বিভাগের আরো খবর