বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ব্রাজিল ঝড়ে উড়ে গেল পেরু

  •    
  • ১৮ জুন, ২০২১ ০৮:১২

গ্রুপ এ-র ম্যাচে পেরুকে ৪-০ গোলে হারায় ব্রাজিল। এ নিয়ে বিশ্বকাপ বাছাই ও কোপা আমেরিকা মিলে টানা আট ম্যাচ জিতেছে সেলেকাওরা। ব্রাজিলের হয়ে গোল করেন সান্দ্রো, নেইমার, এভারটন ও রিচার্লিসন।

কোপা আমেরিকায় অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে ব্রাজিল। দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্টে নিজেদের টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে স্বাগতিক দল। রিওতে গ্রুপ এ-র ম্যাচে পেরুকে ৪-০ গোলে হারায় ব্রাজিল। এ নিয়ে বিশ্বকাপ বাছাই ও কোপা আমেরিকা মিলে টানা আট ম্যাচ জিতেছে সেলেকাওরা। ব্রাজিলের হয়ে গোল করেন সান্দ্রো, নেইমার, এভারটন ও রিচার্লিসন।

অলিম্পিক স্টেডিয়ামে বৃষ্টির কারণে ভিজে থাকা মাঠে শুরু থেকে কিছুটা সমস্যায় পরে ব্রাজিল। নিজেদের স্বাভাবিক পাসিং ফুটবল খেলতে কিছুটা সমস্যায় পড়তে হয় তাদের।

তারপরও গোলের দেখা পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। ম্যাচের ১২ মিনিটের সময় বক্সে এভারটনের ক্রসকে বিপদমুক্ত করতে ব্যর্থ হয় পেরুর ডিফেন্স।

ফিরতি বল পেয়ে যান গাব্রিয়েল জেসুস। তার বাড়ানো বলে দারুণ ভলি করে ব্রাজিলকে এগিয়ে দেন আলেক্স সান্দ্রো।

শুরুতেই গোল পেয়ে পেরুর ওপর চড়াও হয় ব্রাজিল। যদিও পিচ্ছিল মাঠের কারণে নিজেদের স্বাভাবিক গতিতে খেলতে পারছিলেন না নেইমার-দানিলো-মিলিতাওরা।

প্রথমার্ধে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন ফাবিনিও ও সান্দ্রো। দুইজনই কাছ থেকে সুযোগ পেয়েও লক্ষ্যভেদ করতে ব্যর্থ হন। এক গোলের লিড নিয়ে বিরতিতে যায় ব্রাজিল।

দ্বিতীয়ার্ধে জ্বলে ওঠেন নেইমার। ব্রাজিল অধিনায়ককে থামাতে গিয়ে ৬৩ মিনিটে নিজেদের বক্সে তাকে ফেলে দেয় পেরুর ডিফেন্স। কিন্তু ভিডিও অ্যাসিস্টেন্টের সাহায্য নিয়ে রেফারি পেনাল্টি দেননি।

এর মিনিট পাঁচেক পরই লিড দ্বিগুণ করে ব্রাজিল। মাঝমাঠ থেকে ফ্রেডের বাড়ানো পাস বক্সের বাইরে খুঁজে পায় নেইমারকে। পেরুর ডিফেন্ডারকে বোকা বানিয়ে দারুণ শটে ডি-বক্সের বাইরে থেকে বল জালে জড়ান এই সুপারস্টার।

দুই গোলে এগিয়ে যাওয়ার পরও পেরুকে ছাড় দেয়নি লিওনার্দো তিতের দল। শেষ পাঁচ মিনিটে আরও দুইবার স্কোর করে পেরুকে বিধ্বস্ত করে কোপার নয়বারের চ্যাম্পিয়নরা।

৮৯ মিনিটে রিচার্লিসনের ক্রস থেকে গোল করেন এভারটন। আক্রমণের উৎস ছিলেন নেইমার।

আর ইনজুরি টাইমে নিজেই স্কোরশিটে নাম ওঠান রিচার্লিসন। বক্সে জটলার মধ্যে থেকে বল পেয়ে ব্রাজিলের চার নম্বর গোল করেন এই ফরোয়ার্ড।

বড় জয়ে গ্রুপের শীর্ষেই থাকল কোপার ফেভারিট ব্রাজিল। ২৪ জুন কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ খেলে, ২৮ জুন ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ করবে স্বাগতিক দল।

এ বিভাগের আরো খবর