কাতার থেকে হালকা মেজাজে দেশে ফিরেছে জাতীয় ফুটবল দল।
বিশ্বকাপ ও এশিয়ান কাপের দ্বিতীয় রাউন্ডের বাছাইপর্বে অংশ নিতে গত ২৮ মে মধ্যপ্রাচ্যের বিশ্বকাপ আয়োজকদের দেশে গিয়েছিল বাংলাদেশ। ২১ দিন পর বাছাই শেষ করে দেশে ফিরেছে তারা।
বুধবার বাংলাদেশ সময় রাত ১০টায় কাতার এয়ারলাইনসের ফ্লাইটে দোহা থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা করেন ফুটবলাররা। এরপর রাত ৩টায় ঢাকায় পৌঁছান তারা।
ঢাকায় পৌঁছে যে যার ক্লাবে চলে গেছেন বলে জানায় বাফুফে। কোভিড প্রটোকল অনুযায়ী তিন দিনের কোয়ারেন্টিন পর্ব পালন করার কথা ফুটবলারদের।
দলের ম্যানেজার ইকবাল হোসেন বলেন, ‘আমরা কাতারে আসার আগে করোনা পরীক্ষা করিয়েছিলাম। ঢাকায় এসে সবাইকে যে যার ক্লাবে পাঠিয়ে দিয়েছি। এখন ক্লাব সিদ্ধান্ত নেবে কীভাবে কোয়ারেন্টিন পর্ব তারা করবে।’
ঢাকায় পৌঁছে নিজেদের লক্ষ্য পূরণ নিয়ে গোলকিপার আনিসুর রহমান জিকো বলেন, ‘আমরা যে লক্ষ্য নিয়ে গিয়েছিলাম সেই লক্ষ্য পূরণ হয়েছে। আমরা সরাসরি এশিয়ান কাপের বাছাইয়ে পৌঁছে গেছি। এখন সামনের চ্যালেঞ্জের জন্য অপেক্ষায় থাকব।’