বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অনবদ্য ইতালির কাছে পাত্তাই পেল না সুইসরা

  •    
  • ১৭ জুন, ২০২১ ০২:৫৩

সুইজারল্যান্ডকে ৩-০ গোলে হারায় আৎসুরিরা। দুটি গোল আসে মানুয়েল লোকাতেল্লির পা থেকে। অন্যটি করেন চিরো ইমোবিলে।

ইউরো চ্যাম্পিয়নশিপে নিজেদের টানা দ্বিতীয় জয় তুলে নকআউটে পৌঁছে গেছে ইতালি। নিজ মাঠে সুইজারল্যান্ডকে ৩-০ গোলে হারায় আৎসুরিরা।

দুটি গোল আসে মানুয়েল লোকাতেল্লির পা থেকে। অন্যটি করেন চিরো ইমোবিলে।

রোমের অলিম্পিক স্টেডিয়ামে বরাবরের মতোই ডিফেন্স জমাট রেখে প্রতিপক্ষের ওপর ঝাঁপিয়ে পড়ে মানচিনির ইতালি। শুরু থেকেই ম্যাচের গতি নিয়ন্ত্রণ করে স্বাগতিক দল।

ইতালি ম্যাচে প্রথম সুযোগ পায় ১৯ মিনিটে। লরেঞ্জো ইনসিনিয়ের নেয়া কর্নার কিকে মাথা ছুঁইয়ে লক্ষ্যভেদ করেন সুইজারল্যান্ডের বক্সে থাকা ইতালিয়ান ডিফেন্ডার জর্জো কিয়েলিনি।

কিন্তু ইতালি উচ্ছ্বাসে মাতার আগেই রেফারি হ্যান্ডবলের সিদ্ধান্তের জন্য ভিডিও অ্যাসিস্ট্যান্টের সাহায্য নেন। ভিএআর জানায়, বল কিয়েলিনির হাতে লেগেছে। ফলে হ্যান্ডবলের কারণে বাতিল করা হয় গোল।

গোল বানচাল হওয়ার পর খুব বেশিক্ষণ মাঠে ছিলেন না কিয়েলিনি। ২৫ মিনিটে হ্যামস্ট্রিংয়ে টান পড়ায় মাঠের বাইরে চলে যেতে হয় তাকে।

এর পরের মিনিটেই আসে ম্যাচের প্রথম গোল। লোকাতেল্লি মাঝমাঠ থেকে ডান প্রান্তে বল বাড়ান দোমিনিকো বেরার্দির দিকে। বেরার্দি বল রিসিভ করে চলে আসেন সিক্স ইয়ার্ড বক্সের কাছে।

সেখান থেকে তিনি বল ছাড়েন আগুয়ান লোকাতেল্লির জন্য। কাছ থেকে ইতালিকে এগিয়ে দিতে কোনো ভুল করেননি ২৩ বছর বয়সী এই উঠতি তারকা।

এক গোলে এগিয়ে যাওয়ার পর আরও আগ্রাসী হয়ে ওঠে মানচিনির দল। বিরতির আগে কাছ থেকে সুযোগ পেয়েও শট বাইরে মারেন লিওনার্দো স্পিনাৎসোলা। এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে সুইসদের ওপর চাপ বজায় রাখে ইতালীয়রা। তাদের হাই প্রেসিংয়ের কারণে খুব কম সময় নিজেদের বক্স থেকে বের হতে পেরেছেন সুইজারল্যান্ডের ফুটবলাররা।

ম্যাচে লিড দ্বিগুণ করতে দ্বিতীয়ার্ধে মিনিট সাতেক সময় নেয় স্বাগতিক দল। নিকোলো বারেল্লা সুইস ডিফেন্সের কাছ থেকে তাদের অর্ধেই বল কেড়ে নেন।

তার বাড়ানো বলে ডি বক্সের বাইরে থেকে জোরালো শটে স্কোরলাইন ২-০ করে দেন সাসুয়োলোর স্ট্রাইকার লোকাতেল্লি।

দুই গোলে পিছিয়ে পড়া সুইসদের ম্যাচে ফেরার সম্ভাবনা ক্ষীণ হতে থাকে সময় গড়ানোর সঙ্গে। সুইজারল্যান্ড কাউন্টার অ্যাটাকে চেষ্টা করলেও ইতালিয়ান রক্ষণ দুর্গ ভাঙতে পারেনি।

উল্টো শেষ মুহূর্তে আরেকটি গোল হজম করে তারা। ৮৯ মিনিটে সুইস ডিফেন্সের ভুলের সুযোগে বল পেয়ে যান রাফায়েল তোলোই। তার অ্যাসিস্টে গোল করে ইতালির অনায়াসে জয় নিশ্চিত করেন ইমোবিলে।

এই জয়ে গ্রুপ ‘এ’র শীর্ষস্থান ধরে রাখল চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। নিজেদের প্রথম ম্যাচে তুরস্ককে ৩-০ গোলে হারায় তারা।

একই ভেন্যুতে রোববার ওয়েলসের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্যায় শেষ করবে ইতালি।ইতালির আগে মাঠে নেমে তুরস্ককে ২-০ গোলে হারায় ওয়েলস। গ্রুপে দুই নম্বরে আছে গ্যারেথ বেলের দল।

এ বিভাগের আরো খবর