কাতারে আপাতত বিশ্বকাপ ও এশিয়ান কাপের দ্বিতীয় রাউন্ডের বাছাইপর্ব শেষ বাংলাদেশের। এশিয়ান কাপের তৃতীয় রাউন্ড শুরু হবে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে। মাঝখানে এই বিরতিতে কী করবে জাতীয় দল, পরিকল্পনা কী তা নিয়ে এখন থেকেই ভাবনায় জাতীয় দলের কোচ জেমি ডে।
ঢাকায় ফিরেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে আলোচনায় বসবেন এই ইংলিশ কোচ।
দোহা থেকে নিউজবাংলাকে জেমি বলেন, ‘ঢাকায় ফিরেই বাফুফের সঙ্গে বসতে হবে। জাতীয় দল নিয়ে তাদের ভাবনা জানতে হবে। আমারও কিছু বলার আছে।’
জাতীয় ফুটবল দল প্লে-অফ ছাড়াই সরাসরি এশিয়ান কাপের তৃতীয় রাউন্ডে খেলবে। আরও ছয়টি ম্যাচ খেলা নিশ্চিত বাংলাদেশের। আরও কঠিন বাছাইয়ের জন্য ভালো প্রস্তুতি আশা করছেন জেমি।
জামালদের গুরু বলেন, ‘সামনে সাফ ও বঙ্গবন্ধু গোল্ডকাপ হওয়ার কথা। এই টুর্নামেন্টগুলো হলে বেশি কিছু লাগবে না। তবে টুর্নামেন্ট না হলে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার সুযোগ করে দিতে হবে জাতীয় দলকে। এসব নিয়েই বসব।’
এদিকে তৃতীয় রাউন্ডে সরাসরি বাংলাদেশের সুযোগ নিয়ে খুশি জেমি বলেন, ‘আমি আনন্দিত ফুটবলার ও স্টাফদের নিয়ে। আট ম্যাচের সাতটিই আমরা অ্যাওয়ে খেলেছি। নয়জন ফুটবলার মিসিং আমাদের। প্রস্তুতিও ভালো ছিল না। এরপরেও কোয়ালিফাই করেছি।’
কাতার থেকে বুধবার রাত তিনটায় ঢাকায় পৌঁছানোর কথা বাংলাদেশ দলের। ঢাকায় পৌঁছে প্রটোকল অনুযায়ী তিন দিনের কোয়ারেন্টিন পর্ব পালন করতে হবে সবাইকে।