বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রোনালডোর রেকর্ডের ম্যাচে বড় জয় পর্তুগালের

  •    
  • ১৬ জুন, ২০২১ ০০:৩৫

রোনালডো করলেন জোড়া গোল, গড়লেন ইউরোয় সর্বোচ্চ গোলের রেকর্ড। তাতে গেলবারে চ্যাম্পিয়নরা ইউরোর শুরুটা করল হাঙ্গেরির বিপক্ষে ৩-০ গোলের জয় দিয়ে।

ইউরোপ সেরার শিরোপা ধরে রাখার ম্যাচে বুদাপেস্টে স্বাগতিক হাঙ্গেরির মুখোমুখি হয় পর্তুগাল। শুরুটা ভালোই হয় তাদের। শুধু গোলটা হচ্ছিল না। সময় যত গড়াচ্ছিল, ড্রয়ের আশঙ্কা বড় হচ্ছিল ততই।

সে আশঙ্কা মুছে যায় ৮০ মিনিটের পর। রোনালডো করেন জোড়া গোল, গড়েন ইউরোয় সর্বোচ্চ গোলের রেকর্ড। তাতে গেলবারে চ্যাম্পিয়নরা ইউরোর শুরুটা করে হাঙ্গেরির বিপক্ষে ৩-০ গোলের জয় দিয়ে।

শুরু থেকে শ্রেয়তর প্রতিপক্ষ হলেও পর্তুগিজরা বিরতিতে গিয়েছিল গোলশূন্যভাবে। রোনালডোদের গোলের অপেক্ষা শেষ হয় ৮৪ মিনিটে। রাফায়েল গুয়েরেরো বক্সের ভেতর থেকে শট নেন। হাঙ্গেরিয়ান ডিফেন্ডারের পায়ে লেগে বল দিক বদলে জড়ায় জালে।

এর মিনিট চারেক পর পেনাল্টি পায় দলটি। সেখান থেকে গোল করে ক্রিস্টিয়ানো রোনালডো বনে যান ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ইউরোয় ১০ গোলের মালিক।

শেষ বাঁশির ঠিক আগে পঞ্চম ইউরো আসর খেলতে নামা রোনালডো করেন আরেকটি গোল। সতীর্থ রাফা সিলভার সঙ্গে ওয়ান টু ওয়ান পাস খেলে গোলরকিপারকে একা পেয়ে যান তিনি। তাকেও ধোঁকা দিয়ে আলতো টোকায় বল জড়ান জালে।

তাতে নিশ্চিত হয় পর্তুগালের ৩-০ ব্যবধানের জয়। শনিবার জার্মানির বিপক্ষে রাত দশটায় নামবে সেলেকাওরা।

এ বিভাগের আরো খবর