বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

একাদশে পাঁচ ডিফেন্ডার নিয়ে নামছে বাংলাদেশ

  •    
  • ১৫ জুন, ২০২১ ২২:১৯

গোলকিপার পজিশনে আনিসুর রহমান জিকোর উপর আস্থা রেখেছেন। রক্ষণে তপুর সঙ্গে রাফি, তারিক কাজী, রিমন ও ইয়াসিনকে দলভুক্ত করেছেন। আর মাঝমাঠে মানিক, রাকিব, আব্দুল্লাহ, ইব্রাহিম এবং আক্রমণে মতিন মিয়াকে স্কোয়াডে নিয়েছেন জেমি।

ওমানের বিপক্ষে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচের একাদশ দিয়েছে বাংলাদেশ। দলে পাঁচ ডিফেন্ডার রাখা হয়েছে। মাঝমাঠে চারজন ও আক্রমণে একজনকে রাখা হয়েছে।

ওমানকে রুখে দেয়ার অসম্ভব চ্যালেঞ্জে আর কিছুখন পরেই কাতারের জসিম বিন স্টেডিয়ামে নামবে বাংলাদেশ।

তার আগে দল সাজানো নিয়ে বেশ চিন্তায় পড়তে হয়েছে জাতীয় দলের প্রধান কোচ জেমি ডেকে। কেননা, জামাল ভূঁইয়াসহ মোটে পাঁচ ফুটবলার নেই এই ম্যাচে।

তাই বেশ সাবধানী হয়ে রক্ষণে ডিফেন্ডার বাড়িয়েছেন এই ইংলিশ ট্যাকটিশিয়ান।

গোলকিপার পজিশনে আনিসুর রহমান জিকোর উপর আস্থা রেখেছেন। রক্ষণে তপুর সঙ্গে রাফি, তারিক কাজী, রিমন ও ইয়াসিনকে দলভুক্ত করেছেন। আর মাঝমাঠে মানিক, রাকিব, আব্দুল্লাহ, ইব্রাহিম ও আক্রমণে মতিন মিয়াকে স্কোয়াডে নিয়েছেন জেমি।

দেড় বছর আগে ওমানের বিপক্ষে খেলাদের মধ্যে মোহাম্মদ ইব্রাহিম ও রিয়াদুল হাসান রাফি আছেন। ওই ম্যাচের বাকি ৯ জনই নেই এবারের ম্যাচে।

ওমানের বিপক্ষে বাংলাদেশ একাদশগোলকিপার: আনিসুর রহমান জিকো, ডিফেন্ডার: তপু বর্মন, রিয়াদুল হাসান রাফি, তারিক কাজী, ইয়াছিন আরাফাত, রিমন হোসেন, মিডফিল্ডার: মানিক মোল্লা, রাকিব হোসেন, মোহাম্মদ ইব্রাহিম, আবদুল্লাহ ফরোয়ার্ড: মতিন মিয়া।

এ বিভাগের আরো খবর