ইউরো চ্যাম্পিয়নশিপে ফিনল্যান্ডের বিপক্ষে ম্যাচে হার্ট অ্যাটাক করে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়া ডেনমার্কের মিডফিল্ডার ক্রিস্টিয়ান এরিকসেন এখন ভালো আছেন। বর্তমানে কোপেনহেগেনের হাসপাতালে ভর্তি ইন্টার মিলান তারকা হাসপাতালের বিছানায় শোয়া অবস্থায় নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক সেলফি দিয়েছেন।পুরো বিশ্বকে নাড়িয়ে দেয়া এরিকসেন মঙ্গলবার তোলা সেলফির সঙ্গে সবাইকে ধন্যবাদ জানান। লেখেন, ‘হ্যালো সবাই! বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আসা অসাধারণ ও ভালোবাসাপূর্ণ সব শুভেচ্ছা ও বার্তার জন্য সবাইকে ধন্যবাদ। আমার ও আমার পরিবারের জন্য এ এক অনেক বড় পাওয়া।’নিজে সুস্থ বোধ করলেও এখনই তার হাসপাতাল ছাড়া হচ্ছে না। আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা বাকি আছে জানান ২৯ বছর বয়সী এই ফুটবলার।‘চলমান পরিপ্রেক্ষিতে আমি ভালো আছি। হাসাপাতালে আমাকে এখনও বেশ কিছু পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। কিন্তু আমার ভালো লাগছে এখন,’ লেখেন তিনি।মাঠে হার্ট অ্যাটাকের পর প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। রোববার রাতে প্রায় দেড় ঘণ্টা বন্ধ থাকার পর আবারও শুরু হয় ম্যাচ। ডেনমার্ক ফিনল্যান্ডের কাছে একমাত্র গোলে হেরে গেলেও হার-জিতের চেয়ে দুই দলের কাছেই বড় ছিল এরিকসেনের সুস্থতা।ডেনমার্কের বাকি ম্যাচে দলের পাশে একজন পাঁড় ভক্তের মতোই থাকবেন বলে জানান এরিকসেন। পরের ম্যাচগুলোতে ডেনমার্কের জয় আশা করে লেখেন, ‘আমি এখন ডেনমার্ক দলে আমাদের ছেলেদের সমর্থন করব পরের ম্যাচগুলোতে। আশা করি তারা পুরো ডেনমার্কের জন্যই খেলবে।’
হাসপাতাল থেকে এরিকসেনের সেলফি
কোপেনহেগেনের হাসপাতালে ভর্তি ইন্টার মিলান তারকা হাসপাতালের বিছানায় শোয়া অবস্থায় নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক সেলফি দিয়েছেন।
-
ট্যাগ:
- এরিকসেন
এ বিভাগের আরো খবর/p>