বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘আমাদের মাথা ঠান্ডা ছিল না’

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৫ জুন, ২০২১ ১১:২০

বিশ্বকাপ বাছাই ও কোপা আমেরিকা মিলিয়ে টানা তিন ম্যাচে ড্র করল আর্জেন্টিনা। মার্তিনেস, দি মারিয়া, সার্হিও আগুয়েরোদের অভিজ্ঞ ও পরীক্ষিত ফরোয়ার্ড থাকার পরও গোলের দেখা পাচ্ছে না আলবিসেলেস্তেরা।

কোপা আমেরিকায় চিলির বিপক্ষে জয় দিয়ে শুরু করতে চেয়েছিল আর্জেন্টিনা। কিন্তু গোলমুখে সুযোগ হাতছাড়া করার মহড়ায় ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছে দক্ষিণ আমেরিকান জায়ান্টদের।অধিনায়ক লিওনেল মেসির অসাধারণ ফি-কিকে লিড নেওয়ার পর সেটি ধরে রাখতে পারেনি আর্জেন্টিনা। এদুয়ার্দো ভার্গাসের পেনাল্টি গোলে পয়েন্ট ভাগাভাগি করে দুই দল।ম্যাচ শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় লিওনেল মেসি জানান, ম্যাচে শান্ত থাকতে পারেননি তারা। যার কারণে পুরো তিন পয়েন্ট পাওয়া হয়নি।‘ম্যাচটা সহজ ছল না। আমরা মাথা ঠান্ডা রাখতে পারিনি। বলের নিয়ন্ত্রণ নিয়ে দ্রুত খেলতে পারিনি। পেনাল্টিটাই ম্যাচটা পালটে দেয়।’বরাবরের মতো মেসির একমাত্র উজ্জ্বল ছিলেন ম্যাচে। একের পর এক সুযোগ নষ্ট করেছেন লাউতারো মার্তিনেস, নিকোলাস গনসালেসরা। চিলির বিপক্ষে ড্রয়ে মেসি তবুও হতাশ হচ্ছেন না।পরের ম্যাচে শক্তিশালি উরুগুয়ের বিপক্ষে ম্যাচ নিয়েই এখন ভাবছে পুরো স্কোয়াড এমনটাই জানালেন ছয়বারের ব্যলন ডর জয়ী।‘আমরা জেতা শুরু করতে চেয়েছিলাম। এখন উরুগুয়ের বিপক্ষে খেলা। এটাও একটা কঠিন ম্যাচ হতে যাচ্ছে। ব্যাপার না! পরের ম্যাচ নিয়েই আমরা ভাববো।’বিশ্বকাপ বাছাই ও কোপা আমেরিকা মিলিয়ে টানা তিন ম্যাচে ড্র করল আর্জেন্টিনা। মার্তিনেস, দি মারিয়া, সার্হিও আগুয়েরোদের অভিজ্ঞ ও পরীক্ষিত ফরোয়ার্ড থাকার পরও গোলের দেখা পাচ্ছে না আলবিসেলেস্তেরা।হেড কোচ লিওনেল স্কালোনির বিশ্বাস দল শিগগিরই জেতা শুরু করবে। শিষ্যদের সামর্থ্য নিয়ে সন্দেহ নেই তার। বলেন, ‘গোলের সুযোগ তৈরি করতে না পারলে আমি চিন্তায় পড়তাম। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা সুযোগ তৈরি করছি। বক্সে প্রচুর খেলোয়াড় আমরা রাখতে পেরেছি। আমাদের স্কোয়াড বেশ শক্তিশালী। যারা আছেন সবাই দারুণ খেলোয়াড়।’উরুগুয়ের বিপক্ষে শনিবার ভোর ছয়টায় আর্জেন্টিনা তাদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে। তাদের পরের ম্যাচ ২২ জুন প্যারাগুয়ের বিপক্ষে। আর ২৯ জুন বলিভিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনা শেষ করবে তাদের গ্রুপ পর্ব।

এ বিভাগের আরো খবর