দুই দুইটি কোপার ফাইনালে যাদের কাছে হেরে ট্রফি জেতা হয়নি, সেই চিলি আবার কোপা আমেরিকার শুরুতে বাধা হয়ে দাঁড়াল আর্জেন্টিনার। লিওনেল মেসির গোলে এগিয়ে গেলেও পরে ড্রয়ের দুঃখ নিয়ে মাঠ ছাড়ে আলবিসিলেস্তেরা।
ব্রাজিলের রিওর অলিম্পিক স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে চিলির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে আর্জেন্টিনা।
ম্যাচের শুরু থেকে বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে আক্রমণ সাজিয়ে গেছে লিওনেল স্কোলানির শিষ্যরা।
প্রথমার্ধের ১২ থেকে ১৮ মিনিটে তিন তিনটি সুযোগ হাতছাড়া করে আর্জেন্টিনা। তার একটি ছিল লিড নেয়ার সুবর্ণ সুযোগ।
লো সেলসোর ডিফেন্সচেড়া পাস থেকে চিলির গোলকিপার ক্লদিও ব্রাভোকে ওয়ান টু ওয়ানে পেয়ে যান নিকোলাস গঞ্জালেস।
ডি-বক্সের ভেতর থেকে ব্রাভোকেই বিট করতে পারেননি এই ফরোয়ার্ড। আরেকবার হতাশ হয় আকাশি-নীল জার্সিধারীদের সমর্থকরা।
এর মধ্যে আর্জেন্টিনার ইন্টার মিলানের ফরোয়ার্ড লাউতুরো মারতিনেসের একটি শট দারুণভাবে থামিয়ে দেন ব্রাভো। সমতায় চলতে থাকে ম্যাচ।
ঠিক ৩৩ মিনিটে ফ্রি-কিক পায় আর্জেন্টিনা। ডি-বক্সের ঠিক আগে। লিওনেল মেসির জন্য দলকে এগিয়ে নেয়ার সুবর্ণ সুযোগ।
এবার হতাশ করেননি খুদে জাদুকর। অনেকটা চিপ শটে বলটাকে দারুণভাবে বাঁকিয়ে ডান বারের কোণ বরাবর পাঠিয়ে দেন মেসি।
অধিনায়কের গোলে ম্যাচে এগিয়ে যাওয়ার উল্লাসে মেতে ওঠে আলবিসেলেস্তেরা।ম্যাচের ৩৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করতে পারত আর্জেন্টিনা। সিক্স ইয়ার্ডের সামনে থেকে বল জালে জড়াতে ব্যর্থ হন লাউতারো মার্তিনেস।
এক গোলের স্বস্তি নিয়ে বিরতিতে যায় আর্জেন্টিনা। তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকে মেসিদের চেপে ধরে চিলি।
ম্যাচের ৫৭ মিনিটে ডি-বক্সের ভেতরে দলকে পেনাল্টি এনে দেন আরতুরো ভিদাল। নিজেই পেনাল্টি নেন ভিদাল। তার শট প্রথমবারে থামিয়ে দেন আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেস। ফিরতে বলে ভারগাসের হেডে সমতায় ফেরে চিলি।
চিলি ম্যাচের ৬৩ মিনিটে লিড নিয়ে ফেলতে পারত। বাম প্রান্ত থেকে আসা ক্রসে হেড করেন ভিদাল। তা সরাসরি চলে যায় গোলকিপারের গ্লাভসে।
এরপর ম্যাচ যত গড়িয়েছে গুছিয়ে উঠে আক্রমণ সাজানোর চেষ্টা করছিল লিওনেল স্কালোনির দল। দি মারিয়া বদলি হিসেবে নামার পর খেলার গতি বাড়ে আর্জেন্টিনার।
ম্যাচের ৭১ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে নেয়া মেসির শট রুখে দিয়ে বিপদমুক্ত করেন ব্রাভো। পরে আর গোলের দেখা পায়নি কোনো দলই।
গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছেড়েছে আর্জেন্টিনা ও চিলি। শেষ দুবারের মুখোমুখিতে দুই দলের ম্যাচ ড্রয়ে শেষ হয়েছিল।
এবার ৩১ বছরের শিরোপা খরা মেটানোর মিশনে হোঁচট খেয়েই শুরু করতে হয়েছে মেসিদের। নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী ১৯ জুন আর্জেন্টিনা খেলবে উরুগুয়ের বিপক্ষে।