বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ওমানের বিপক্ষে ‘অসম্ভবকে সম্ভব’ করার লক্ষ্য বাংলাদেশের

  •    
  • ১৫ জুন, ২০২১ ০০:৩৪

সাত ম্যাচে দুই ড্রয়ে দুই পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে আছে বাংলাদেশ। পাঁচ জয় ও দুই হারে ১৫ পয়েন্ট নিয়ে দুইয়ে ওমান। নিঃসন্দেহে ফেবারিট হিসেবেই মাঠে নামবে দলটি।

বিশ্বকাপ বাছাই থেকে আগেই ছিটকে গেছে বাংলাদেশ। ভারতের কাছে হেরে এশিয়ান কাপের মূল পর্বে যাওয়ার ক্ষীণ আশাটাও নিভে গেছে। প্লে অফ দিয়েই তাই যেতে হচ্ছে জামাল ভূঁইয়াদের।

শেষ ম্যাচ ওমানের বিপক্ষে হার-জিত-ড্র কোনটাই সেই অর্থে প্রভাব রাখছে না এই দুই টুর্নামেন্টে।

তারপরেও বিশ্বকাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ড নিশ্চিত করা ওমানের বিপক্ষে সম্মানের জন্য লড়বে ক্ষত-বিক্ষত বাংলাদেশ দল।

প্রথম লেগে ৪-১ ব্যবধানে হারা ওমানের বিপক্ষে এক পয়েন্টের আশা করছে বাংলাদেশ দল।

ম্যাচের আগের দিন এই প্রত্যাশার কথা জানালেন জামাল ভূঁইয়ার অবর্তমানে অধিনায়কের দায়িত্ব পাওয়া তপু বর্মন।

জাতীয় দলের এই ডিফেন্ডার বলেন, ‘ওমান সম্পর্কে ভালো ধারণা আছে আমাদের। কাতার ও আফগানিস্তানের বিপক্ষে ওদের শেষ দুইটা খেলা দেখেছি। সেখান থেকে তাদের শক্তি ও দুর্বলতার জায়গা দেখেছি। তাদেরকে কিভাবে আটকাব, তাদের বিপক্ষে কিভাবে আক্রমণ করব, এগুলো নিয়ে অনেক কাজ করেছি।’

দলের নিয়মিত একাদশের পাঁচ ফুটবলার ছিটকে গেছেন ওমানের বিপক্ষে ম্যাচে। কার্ড সমস্যায় জর্জরিত জামাল, বিপলু ও রহমত মিয়া খেলতে পারছেন না। মাসুক মিয়া জনি ও সোহেল রানা ছিটকে গেছেন ইনজুরিতে। এই অবস্থায় ওমানকে দলীয় পারফর্ম করেই রুখে দেয়ার পরিকল্পনা তপুর।

অধিনায়কের আশা, ‘আমার মনে হয়, দলীয়ভাবে যদি ভালো পারফরম করতে পারি, অবশ্যই তাদের থেকে এক পয়েন্ট নিতে পারব। যেহেতু এটা আমাদের বাছাইয়ের শেষ ম্যাচ, দোয়া করবেন, যাতে ভালো একটা ফল পেতে পারি।’

বাছাইপর্বে এ পর্যন্ত সাত ম্যাচে ১৬ গোল হজম করেছে বাংলাদেশ। প্রতিপক্ষের জালে পাঠাতে পেরেছে মাত্র তিনবার। এই ওমানের বিপক্ষে প্রথম লেগে বাংলাদেশের একমাত্র গোলটি এসেছিল বিপলু আহমেদের পা থেকে। ফিরতি লেগে ওই গোলই দলের অনুপ্রেরণা হবে বলে জানালেন বিপলু।

ওমান ম্যাচে ছিটকে যাওয়া এই মিডফিল্ডার বলেন, ‘এর আগে আমরা যখন ওমানের বিপক্ষে তাদের মাঠে খেলেছি, তখন ৫০ মিনিট গোল খাইনি। পরে সামান্য ভুলের জন্য গোল খেয়েছি। ওই ম্যাচে একটা গোলও করেছিলাম। আমি মনে করি, আমার ওই গোলটি ওমানের বিপক্ষে আমাদের খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

‘আমাদের খেলোয়াড়দের গোল করার সামর্থ্য আছে। যদি আমরা সেরা পারফরম করতে পারি, কোচ যেভাবে বলে দিয়েছেন, সেটা করতে পারি, তাহলে ইনশাল্লাহ ওমানের কাছ থেকে এক পয়েন্ট নিতে পারি।’

সাত ম্যাচে দুই ড্রয়ে দুই পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে আছে বাংলাদেশ। পাঁচ জয় ও দুই হারে ১৫ পয়েন্ট নিয়ে দুইয়ে ওমান। নিঃসন্দেহে ফেবারিট হিসেবেই মাঠে নামবে দলটি।

এমন দলকে রুখে দিয়ে সম্মান নিয়ে মাঠ ছাড়ার পরিকল্পনা জাতীয় দলের কোচ জেমি ডের। বলেন, ‘ওদের র‌্যাঙ্কিং বলে দেয় ওরা কতো শক্তিশালী। ওদের সঙ্গে খেলাটা কঠিন হবে। আমরা সর্বাত্মক চেষ্টা করব ওদের রুখে দিতে।’

মঙ্গলবার জসিম বিন হামাদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১১ টা ১০ মিনিটে ওমান-বাংলাদেশ ম্যাচটি শুরু হবে।

এ বিভাগের আরো খবর