ইউরো চ্যাম্পিয়নশিপের তৃতীয় দিনেই অসাধারণ একটা গোলের সাক্ষী হলো ফুটবল বিশ্ব। শুধু অসাধারণ বললে হয়তো কম হয়ে যাবে। প্রায় মাঝমাঠ থেকে দুর্দান্ত শটে বল জালে জড়িয়েছেন চেক রিপাবলিকের ফুটবলার প্যাটট্রিক শিক।
অনেকেই এই গোলটাকে চলমান ইউরোর সেরা গোলের তকমা দিয়ে দিচ্ছেন। শুধু চলমান ইউরো নয়, অনেকে টুর্নামেন্টের ইতিহাসের সেরা গোল বলতেও দ্বিধা করছেন না।
মূলত গোলের ধরনে এমনটা দাবি করছেন অনেকে। তার কারণ, স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের ৫২ মিনিটে শিকের নেয়া শটটা ছিল ইউরো চ্যাম্পিয়নশিপের ইতিহাসের সবচেয়ে দীর্ঘতম দূরত্বের গোল।
গোলটি এসেছে ৪৯.৭ গজ দূর থেকে। ইউরো ইতিহাসে এটাই এখন রেকর্ড।
এমন রেকর্ডের দিনে স্কটল্যান্ডকে ২-০ গোল ব্যবধানে হারিয়েছে চেক রিপাবলিক। জোড়া গোলে দলকে জয় উপহার দেন বুনডেসলিগার দল বায়ার লেফারকুজেনের এই ফরোয়ার্ড।
এ নিয়ে সবশেষ ১২ ম্যাচে ৭ গোল করেছেন শিক। চেকদের জার্সিতে সবমিলে ২৭ ম্যাচে ১২তম গোলের দেখা পেলেন তিনি।