বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দেড় বছরে পুরো দলই বদলে গেছে বাংলাদেশের

  •    
  • ১৪ জুন, ২০২১ ২০:৪৩

দেড় বছর আগের ওমান ম্যাচে খেলেছেন সেই একাদশের শুধু মোহাম্মদ ইব্রাহিম ও রিয়াদুল হাসান রাফি আছেন যিনি এ ম্যাচে সুযোগ পেতে পারেন। ওই ম্যাচের বাকি ৯ জনই নাই এবারের ম্যাচে।

আর একদিন পরই বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচটি খেলবে বাংলাদেশ। প্রতিপক্ষ শক্তিশালী ওমান। ফ্যাক্ট বলছে, দেড় বছর আগে ২০১৯ সালের নভেম্বরে ওমানের সঙ্গে প্রথম লেগে বাংলাদেশের যে স্কোয়াড ছিল তার সিংহভাগ ফুটবলারই নাই মঙ্গলবারের ম্যাচে।

বলা যায়, একেবারে নতুন একাদশ নিয়ে ওমান রুখে দেয়ার মিশনে নামবে জেমি ডে’র বাহিনী।

দেড় বছর আগের ওমান ম্যাচে খেলেছেন সেই একাদশের শুধু মোহাম্মদ ইব্রাহিম ও রিয়াদুল হাসান রাফি আছেন যিনি এ ম্যাচে সুযোগ পেতে পারেন। ওই ম্যাচের বাকি ৯ জনই নাই এবারের ম্যাচে।

সেবার ওমানের কাছে ৪-১ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। একাদশে ছিলেন জীবন, সাদ, জামাল ভূঁইয়া, ইব্রাহিম, সোহেল, বিপলু, রহমত মিয়া, ইয়াসিন, ও রাফি ও গোলকিপার রানা।

এবার জীবন, আশরাফুল রানা, সাদ ও সোহেল রানা ইনজুরিতে ছিটকে গেছেন দল থেকে। কার্ড সমস্যায় ছিটকে গেছেন জামাল, বিপলু ও রহমত ও এবারের স্কোয়াডে জায়গা পাননি ইয়াসিন খান ও রবিউল হাসান।

ওই ম্যাচে বাংলাদেশের জার্সিতে একমাত্র গোলটি এসেছিল বিপলু আহমেদের পা থেকে। কার্ড সমস্যায় তিনিও থাকছেন না মঙ্গলবারের ম্যাচে।

এমন স্কোয়াড নিয়েই শক্তিশালী ওমানের বিপক্ষে জসিম বিন হামাদ স্টেডিয়ামে মঙ্গলবার বাংলাদেশ সময় সাড়ে ১১ টা ১০ এ মাঠে নামবে বাংলাদেশ।

এ বিভাগের আরো খবর