হার্ট অ্যাটাক করে ক্রিস্টিয়ান এরিকসেনের মাঠে লুটিয়ে পড়ার ঘটনায় স্তব্ধ হয়ে গিয়েছিল পুরো ফুটবল বিশ্ব। ডেনমার্কের এই ফুটবলার যখন হাসপাতালে স্বাভাবিক জীবনে ফেরার লড়াই করছেন তখন প্রার্থনায় বসেছিলেন সাবেক ও বর্তমান ফুটবলাররা।
তার দ্রুত আরোগ্য কামনা করে প্রার্থনায় বসেছিলেন ডেনমার্ক প্রবাসী বাংলাদেশি ফুটবলার জামাল ভূঁইয়াও। সেই কথা জানিয়ে দিয়েছেন নতুন তথ্যও।
তিনি জানান, ছোটবেলায় এরিকসেনকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছিলেন। সেসময়ই জাতীয় দলের এই অধিনায়ক জানতেন, এরিকসেন ভবিষ্যতে সুপারস্টার হবেন।
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে বর্তমানে কাতারের দোহায় অবস্থান করছেন জামাল ভূঁইয়া।
বন্ধু এরিকসেনের হৃদয়বিদারক এই খবরে ভেঙে পড়েছিলেন জামাল। বলেন, ‘যখন মাঠে সে হার্ট অ্যাটাক করেছে তখন জানতাম না। যখন জানতে পারলাম, তখন খুবই খারাপ লেগেছে। শুধু এরিকসন নয় ওই দলের ফুটবলারদের জন্যও খারাপ লেগেছে। ও এবং ওর পরিবারের জন্য সবাই দোয়া করছে।’
জামাল যখন ডেনমার্কের এফসি কোপেনহেগেনের যুবদলের হয়ে খেলতেন তখন এরিকসেন খেলতেন উদিনস বোল্ডক্লাবের যুবদলে। ওই সময় দুই ম্যাচে প্রতিপক্ষ হিসেবে এরিকসেনকে পেয়েছিলেন জামাল।
সেই ফুটবল দ্বৈরথের গল্প শোনালেন জামাল, ‘যখন আমাদের ১৫-১৬ বছর বয়স ছিল, তাকে প্রতিপক্ষ হিসেবে দুইবার পেয়েছি। এরিকসেনের আয়াক্সে যোগ দেয়ার আগের ঘটনা। আমাদের কোচ বলতো ওদের একটা ওয়ান্ডার কিড আছে। আমি ওয়ান্ডার কিডকে মাইরা ফেলমু (হাসতে হাসতে)।
‘প্রথম ম্যাচে ও জোড়া গোল করেছিল। আমরা ম্যাচটা জিতেছিলাম অবশ্য। পরের ম্যাচে সে আবারও জোড়া গোল করেছিল। আমি জানতাম ও ভবিষ্যতে অনেক ভালো করবে। চার মাস পর আয়াক্স ওকে নিয়ে ফেলে।’
এরিকসেন যাতে দ্রুত আরোগ্য লাভ করে আবারও ফুটবলে ফেরেন এই কামনা করেন জামাল।