বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এরিকসেনের পাশে রোনালডো-লুকাকুরা

  •    
  • ১৩ জুন, ২০২১ ১১:৪৩

রাশিয়ার বিপক্ষে গোলের পর এরিকসেনকে গোল উৎসর্গ করেন বেলজিয়াম তারকা ও এরিকসেনের ক্লাব সতীর্থ রোমেলু লুকাকু। গোল করার পর ক্যামেরার সামনে গিয়ে বন্ধুর দ্রুত আরোগ্য লাভের জন্য বলেন, ‘ক্রিস, ক্রিস ভালোবাসি তোমায়’।

ইউরো চ্যাম্পিয়নশিপে ফিনল্যান্ডের বিপক্ষে ম্যাচে হার্ট অ্যাটাক করেন ডেনমার্কের তারকা মিডফিল্ডার ক্রিস্টিয়ান এরিকসেন। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।প্রায় দেড় ঘণ্টা পর আবারও শুরু হয় ম্যাচ। ডেনমার্ক ফিনল্যান্ডের কাছে একমাত্র গোলে হেরে গেলেও হার-জিতের চেয়ে দুই দলের কাছেই বড় ছিল এরিকসেনের সুস্থতা।ম্যাচে গোল করার পর ফিনল্যান্ডের ফরোয়ার্ড জোয়েল পোহানপেলো গোল করার পর এরিকসেনের সম্মানে উদযাপন করা থেকে বিরত থাকেন।রাতের আরেক ম্যাচে রাশিয়ার বিপক্ষে গোলের পর এরিকসেনকে গোল উৎসর্গ করেন বেলজিয়াম তারকা ও এরিকসনের ক্লাব সতীর্থ রোমেলু লুকাকু। গোল করার পর ক্যামেরার সামনে গিয়ে বন্ধুর দ্রুত আরোগ্য লাভের জন্য বলেন, ‘ক্রিস, ক্রিস ভালোবাসি তোমায়’।এরিকসেনের ঘটনা লুকাকু ও পোহানপেলোর মতো একসঙ্গে করেছে পুরো ফুটবল বিশ্বকেই।ইউরোর সবচেয়ে বড় তারকা ও পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালডোও বিশেষ বার্তা দিয়েছেন এরিকসেনের উদ্দেশে। নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সিআর সেভেন লেখেন, ‘আমরা সবাই ক্রিস্টিয়ান এরিকসেন ও তার পরিবারের পাশে আছি ও প্রার্থনা করছি। সুখবরের প্রত্যাশায় ফুটবলবিশ্ব একসঙ্গে অপেক্ষা করছে। ক্রিস আমি আশা করছি আপনি খুব দ্রত মাঠে ফিরবেন।’ইংল্যান্ডের তারকা স্ট্রাইকার ও এরিকসেনের টটেনহ্যাম হটস্পার সতীর্থ হ্যারি কেইন এই টুইটে লিখেছেন, ‘ক্রিস তোমার ও তোমার পরিবারের প্রতি আমার ভালোবাসা। লড়ে যাও বন্ধু।’এরিকসেনের মতোই মাঠে হার্ট অ্যাটাক করা ইংলিশ মিডফিল্ডার ফ্যাব্রিস মুয়াম্বাও টুইট করেছেন। সাবেক বোল্টন ওয়ান্ডারার্সের তারকা লেখেন, ‘ঈশ্বর দয়া করুন।’এ ছাড়া এফসি বার্সেলোনা, ইন্টারনাৎসিওনাল, আয়াক্স আমস্টাডার্মের মতো ক্লাবগুলো টুইট করে এরিকসেনের সুস্থতা কামনা করেছে। তুরস্ক, যুক্তরাষ্ট্র, চেক রিপাবলিক ও ইংল্যান্ডের জাতীয় দলের পক্ষ থেকেও এরিকসেনের জন্য শুভকামনা করা হয়।ফিনল্যান্ডের বিপক্ষে ৪০ মিনিটের সময় থ্রো পায় ডেনমার্ক। লাইনের কাছাকাছি ছিলেন এরিকসেন। হঠাৎ অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।পরে সতীর্থরা তাকে ঘিরে ধরেন। তাৎক্ষণিকভাবে চিকিৎসকরা এসে প্রাথমিক চিকিৎসা দেন।প্রায় ১৩ মিনিট পর চোখ খুলতে দেখা যায় টটেনহ্যামের এই ফুটবলারকে। হার্ট অ্যাটাক হওয়ায় তাকে সিপিআর দেয়া হয় মাঠের মধ্যেই।এরপর দ্রুত তাকে নিকটবর্তী হাসপাতালে স্থানান্তর করা হয়।ডেনিশ ফুটবল জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হয়েছে এরিকসেনের। অন্যান্য টেস্টের জন্য প্রস্তুত করা হচ্ছে তাকে।বিবিসি স্পোর্ট জানিয়েছে, এরিকসেন এখন সুস্থ আছেন। ভিডিও কলে সতীর্থদের সঙ্গে কথাও বলেছেন তিনি।

ইউয়েফার জরুরি বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, প্রায় ঘণ্টা খানেক পর বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায় আবারও শুরু হয় ম্যাচ। ৪১ মিনিট থেকে ম্যাচ শুরু হয়। বাকি সময়ে একমাত্র গোলে ম্যাচ জিতে নেয় ফিনল্যান্ড।

এ বিভাগের আরো খবর