বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রকস্টার লিওনেল মেসি

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১২ জুন, ২০২১ ১২:২৭

বিশ্বখ্যাত রেস্তোরাঁ ও ক্যাফে চেইন হার্ড রক ক্যাফে মেসিকে নিজেদের শুভেচ্ছাদূত করেছে শনিবার। তাই রেস্তোরাঁর থিমের সঙ্গে নিজেকে মেলাতে মেসির এমন লুক।

সর্বকালের সেরা ফুটবলার হিসেবেই তাকে চেনেন সবাই। ছয়টি ব্যলন ডরের পাশাপাশি অসংখ্য ট্রফি জিতেছেন বার্সেলোনার হয়ে। চিরপরিচিত ফুটবলার বেশে নয় আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিকে এবারে দেখা গেল একেবারে অন্য অবতারে।রকস্টারদের মতো লুকে গিটার নিয়ে ব্ল্যাক লেদার জ্যাকেট ও ডেনিমে হাজির হলেন আর্জেন্টিনা জাতীয় দল ও বার্সেলোনা অধিনায়ক। মাঠ ছেড়ে এবারে কি কনসার্ট মাতাতে যাচ্ছেন এই ক্ষুদে যাদুকর?না, তেমন কিছুই না। বিশ্বখ্যাত রেস্তোরাঁ ও ক্যাফে চেইন হার্ড রক ক্যাফে মেসিকে নিজেদের শুভেচ্ছাদূত করেছে শনিবার। তাই রেস্তোরাঁর থিমের সঙ্গে নিজেকে মেলাতে মেসির এমন লুক।

হার্ড রক ক্যাফের বিজ্ঞাপণে দেখা যায়, গিটারের কেইসে বল নিয়ে ক্যাফেতে প্রবেশ করছেন মেসি। তার সাজ রকস্টারদের মতো। গায়ে কালো জ্যাকেট ও জিন্স।বিখ্যাত রেস্তোরাঁটি তাদের সূবর্ণজয়ন্তী পালন করছে এই বছর। বিশেষ এই সময়ে বিখ্যাত রকস্টারদের পাশে ফুটবল মাঠের ‘রকস্টার’ মেসিকে রেখেছে তারা।‘এমন একটা ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে পারাটা সম্মানের ব্যাপার। বিশেষ করে এতোজন রকস্টারদের সঙ্গে তাদের ৫০ বছর পূর্তীর অংশ হতে পারাটা আসলেই স্পেশাল,’ সাংবাদিকদের বলেন মেসি।বিশেষ এই উপলক্ষে মেসি তার ব্যলন ডরের একটি রেপ্লিকাতে সই করে দিয়েছেন হার্ড রক ক্যাফেকে। আর ক্যাফের প্রেসিডেন্ট জিম অ্যালেন মেসিকে উপহার দিয়েছেন তার জন্য বানানো বিশেষ একটি ইলেক্ট্রিক গিটার।হার্ডরক ক্যাফের অন্যতম জনপ্রিয় খাবারের তালিকায় রয়েছে তাদের সিগনেচার বার্গারগুলো। মেসির কাছে তার প্রিয় বার্গারে কী কী থাকবে জানতে চাওয়া হলে তিনি জানান, ‘গরুর মাংস, টোমাটো, চিজ, মেয়োনেজ ও ডিম।’মেসি সদলবলে আছেন ব্রাজিলে। সেখানে আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে কোপা আমেরিকার প্রস্তুতি নিচ্ছেন। মঙ্গলবার রাতে চিলির বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার কোপা আমেরিকা।দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্টের আগে প্রস্তুতিটা সুখের হয়নি মেসিদের জন্য। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে প্রথম চিলি ও পরের ম্যাচে কলম্বিয়ার সঙ্গে ড্র করে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।গতবারের কোপা আমেরিকায় সেমিফাইনালে ব্রাজিলের কাছে ২-০ গোলে হেরে বিদায় নিতে হয়েছিল মেসির দলকে।

এ বিভাগের আরো খবর