বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাংলাদেশের গোলখরার ‘সমাধান’ নবাব

  •    
  • ৯ জুন, ২০২১ ১৮:৩৫

এবার বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে মোট সাতটা ম্যাচ খেলেছে বাংলাদেশ। সবমিলে তিনটি গোল আসে জাতীয় দলের কাছ থেকে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, কোনো গোলই স্ট্রাইকারের পা থেকে আসেনি।

জাতীয় ফুটবল দলের খেলা নিয়ে চিরাচরিতভাবে সামনে চলে আসে একটি বিষয়। তার নাম ‘গোলখরা’ বা ‘গোলস্কোরিংয়ে দক্ষতার অভাব’। ম্যাচে হতাশজনক ফলের পেছনে সংশ্লিষ্টরা আঙ্গুল তোলেন স্ট্রাইকারদের যোগ্যতা নিয়ে।

এই অবস্থার কারণ হিসেবে অনেকেই দেশের ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ লিগে স্থানীয়দের সুযোগের অভাবকে দেখান। দীর্ঘমেয়াদী সমাধান হিসেবে বিদেশি কমিয়ে স্থানীয় স্ট্রাইকারদের সুযোগ দেয়ার পরামর্শ দেন।

গত এক যুগেও এই সমাধানে পৌঁছাতে পারেনি ফেডারেশন বা ক্লাবগুলো

দেশের ফুটবল জাগরণে জাতীয় দলে স্ট্রাইকারদের গোলখরার সমাধান হতে পারেন একজন ফুটবলার। কাতারের শীর্ষ লিগে খেলা বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার ওবাইদ রহমান নবাব।

দেশের ফুটবলের টুকটাক খবর যারা রাখেন তাদের কছে নবাবের নামটা পরিচিত হওয়ার কথা। কাতারের আল দুহাইল থেকে এবার প্রিমিয়ার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসে নাম লিখিয়েছেন এই অ্যাটাকিং মিডফিল্ডার।

মাত্র এক সপ্তাহের ট্রায়ালে তাকে মনে ধরেছে কিংস ক্লাব ম্যানেজমেন্টের। এরপরেই নবাবের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সেড়ে ফেলতে এতটুকু কালক্ষেপণ করেনি কিংস কর্তৃপক্ষ।

অবশ্য তারকাদের ভিড়ে এখনও লিগে নামা হয়নি তার। দলের আরেক বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার তারিক কাজী এখন জাতীয় দলে অভিষেক করে ফেলেছেন। আরেকজন মিডফিল্ডার মাহাদী কিংসের জার্সিতে অভিষেক করে ফেলেছেন।

কেন হঠাৎ নবাবকে গোলখরার সম্ভাব্য সমাধান ধরা হচ্ছে সেই যুক্তিতে আসা যাক।

নবাব টেকনিক্যালি ও ট্যাকটিক্যালি কেমন ফুটবলার তা ব্যাখ্যা করেছেন কিংসের টেকনিক্যাল ডিরেক্টর বায়েজিদ জুবায়ের নিপু। বলেন, ‘নবাব অনেক স্কিলফুল আর ঠান্ডা মাথার একজন ফুটবলার। অ্যাটাকিং মিড বা সামনের দুই উইংয়ে অনায়াসেই খেলতে পারে সে। একজন আদর্শ গোলস্কোরের যেমন স্কিল থাকা দরকার সবই পূরণ করে নবাব।’

কয়দিন আগে লিগের প্রস্তুতি হিসেবে উত্তর বারিধার সঙ্গে একটা প্রীতি ম্যাচ খেলে বসুন্ধরা কিংস। অনানুষ্ঠানিক ম্যাচ হলেও প্রথমবার সুযোগ পেয়েই জোড়া গোলে নিজেকে চেনান ২২ বছর বয়সী এই ফুটবলার।

প্রস্তুতি ম্যাচে কিংসের জার্সিতে জোড়া গোলে মাতিয়েছেন নবাব

তার গোল করার ধরনই বলে দেয় কেমন স্টাইকার হতে পারেন। নিপুর বর্ণনায় তা স্পষ্ট হয়ে যায়, ‘দুইটা গোলই খুব ঠান্ডা মাথায় করেছে। প্রথম গোলটা গোলকিপারের মাথার উপর দিয়ে চিপ করে। দ্বিতীয় গোলটিও একইভাবে। এ ধরনের গোল ঠান্ডা মাথার না হলে সম্ভব নয়।’

চলমান বিশ্বকাপ বাছাইয়ের আফগানিস্তান ম্যাচকে উল্লেখ করে নিপু বলেন, ‘আফগানিস্তান ম্যাচে আব্দুল্লাহ ডি-বক্সের বাইরে একটা গোল করার সুযোগ হাতছাড়া করে গোলকিপারের শরীরে লাগিয়ে। এমন জায়গা থেকে মাথা ঠান্ডা রেখে গোল করতে হয় স্ট্রাইকারদের। নবাবের মধ্যে সেই কুলনেস আছে।’

এতো মেধা থাকলে কিংসের জার্সিতে খেলা হচ্ছে না কেন নবাবের এমন প্রশ্নে নিপু বলেন, ‘তারিক কাজী সুযোগ পেয়েছে। মাহাদী সুযোগ পেয়েছে। সামনে নবাবও পাবে। সময় দিতে হবে সবাইকে। আমি শুধু এতটুকু নিশ্চিত করে বলব, সে দেশের আট-দশজন স্ট্রাইকারের থেকে বেশ এগিয়ে।’

একইসঙ্গে নবাবের মধ্যে একটা সমস্যাও দেখেন কিংসের টেকনিক্যাল ডিরেক্টর। বলেন, ‘সে বলের নিয়ন্ত্রণ হারালে রিকোভার করতে কম যায়। অবশ্য এই জায়গাটাতে কাজ করার সুযোগ রয়েছে তার। অনেক সময় পড়ে আছে। এটা বড় কোনো সমস্যা না।’

এবার বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে মোট সাতটা ম্যাচ খেলেছে বাংলাদেশ। সবমিলিয়ে তিনটি গোল আসে জাতীয় দলের কাছ থেকে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, কোনো গোলই স্ট্রাইকারের পা থেকে আসেনি।

এই জায়গাতে নবাব একটা সম্পদ হওয়ার সুযোগ রয়েছে বলে মনে করে কিংস কর্তৃপক্ষ।

২০০৬ সালে পরিবারের সঙ্গে কাতারে পাড়ি জমান ওবাইদ রহমান নবাব। দেশটির বিখ্যাত এসপায়ার অ্যাকাডেমিতে খেলার পর কাতারের শীর্ষ লিগের দল আল দুহাইল এফসির রিজার্ভ দলে সুযোগ পান এই মিডফিল্ডার কাম উইঙ্গার। পরে ২০১৯-২০ মৌসুমে ক্লাবটির মূল দলে জায়গা করে নিয়ে দুটি ম্যাচও খেলেন।

রাশিয়া বিশ্বকাপের রানার আপ ক্রোয়েশিয়ার সুপারস্টার মারিও মানজুকিচ খেলেছেন একই দলে। ইউভেন্তাসের সাবেক এই ফুটবলারের সঙ্গে অনুশীলন থেকে শুরু করে ড্রেসিং রুম শেয়ার করেছেন নবাব।

এ বিভাগের আরো খবর