বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অপ্রতিরোধ্য গতিতে ছুটছে ব্রাজিল

  •    
  • ৯ জুন, ২০২১ ০৮:৫৯

প্যারাগুয়েকে ২-০ গোলে হারায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। দলের হয়ে গোল করেন নেইমার ও লুকাস পাকেতা।

বিশ্বকাপ বাছাইয়ের দক্ষিণ আমেরিকা অঞ্চলে অপরাজিত থাকল ব্রাজিল। নিজেদের ষষ্ঠ ম্যাচে প্যারাগুয়েকে ২-০ গোলে হারায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। দলের হয়ে গোল করেন নেইমার ও লুকাস পাকেতা।প্যারাগুয়ের আসুনসিয়নে টানা পাঁচ জয় নিয়ে মাঠে নামে ব্রাজিল। প্রতিপক্ষের মাঠেও এগিয়ে যেতে বেশি সময় নেয়নি তারা। গ্যাব্রিয়েল জেসুসের বাড়ানো বলে দলকে লিড এনে দেন সুপারস্টার ফরোয়ার্ড নেইমার।জাতীয় দলের জার্সিতে ১০৫ ম্যাচে এটি ছিল নেইমারের ৬৬তম গোল। তার গোলে লিড পাওয়ার পর ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় ব্রাজিল।সেলেকাওদের ঠেকিয়ে রাখতে প্রথমার্ধের পুরোটা সময় রক্ষণাত্মক খেলে প্যারাগুয়ে। ফলে বিরতির আগে আর গোল আসেনি ম্যাচে।দ্বিতীয়ার্ধেও খুব একটা পাল্টায়নি ম্যাচের চেহারা। এই অর্ধে অবশ্য বল বেশি পায়ে রাখে প্যারাগুয়ে। তবে সুযোগ তৈরি করতে পারেনি স্বাগতিক দল।পুরো ম্যাচে প্যারাগুয়ের গোলে শট ছিল তিনটি, যার একটিও কাজে লাগাতে পারেনি তারা। অন্যদিকে চারটি শট অন টার্গেটের মধ্যে দুটিতে গোলে পরিণত করে সফরকারী দল।ম্যাচের শুরুর মতো শেষ অংশেই উজ্জ্বল ছিলেন নেইমার। বিশ্বের সবচেয়ে দামি ফরোয়ার্ডের বাড়ানো বল থেকেই ব্রাজিলের জয় নিশ্চিত করেন পাকেতা। এক গোল ও এক অ্যাসিস্ট মিলিয়ে ম্যাচের সেরা তারকা ছিলেন নেইমার।৯৩ মিনিটে গোল হজম করার পর প্যারাগুয়ের সামনে সময় ছিল না ম্যাচে ফেরার।২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে লিওনার্দো তিতের ব্রাজিল। এই জয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলে আর্জেন্টিনার চেয়ে ছয় পয়েন্টের ব্যবধানে শীর্ষে থাকল নেইমাররা।ছয় ম্যাচে পুরো ১৮ পয়েন্ট তাদের। দুইয়ে থাকা আর্জেন্টিনার সমান ম্যাচে সংগ্রহ ১২।শতভাগ জয়ের রেকর্ড নিয়ে কোপা আমেরিকায় নামছে ব্রাজিল। নিজ দেশে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ১৩ জুন তাদের প্রতিপক্ষ ভেনেজুয়েলা।

এ বিভাগের আরো খবর