বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

টানা দ্বিতীয় ম্যাচে পয়েন্ট হারাল আর্জেন্টিনা

  •    
  • ৯ জুন, ২০২১ ০৮:৩৭

কলম্বিয়ার বারানকিয়ায় দুই গোলের লিড ধরে রাখতে পারেনি দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। শেষ মুহূর্তের গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

কাতার বিশ্বকাপ বাছাইপর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলে টানা দ্বিতীয় ম্যাচে পয়েন্ট হারিয়েছে আর্জেন্টিনা। অ্যাওয়ে ম্যাচে কলম্বিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে লিওনেল মেসির দল।

কলম্বিয়ার বারানকিয়ায় দুই গোলের লিড ধরে রাখতে পারেনি দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। শেষ মুহূর্তের গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

চিলির সঙ্গে নিজ মাঠে ড্র করার পর বারানকিয়ায় আর্জেন্টিনা পা রাখে তিন পয়েন্টের আশায়। এসতাদিও মেত্রোপলিতানোতে দারুণ শুরু করে সফরকারী দল।

ম্যাচের দ্বিতীয় মিনিটেই রদ্রিগো দি পলের বাড়ানো বল পেয়ে কলম্বিয়া গোলকিপার দাভিদ অসপিনাকে বোকা বানান ক্রিশ্চিয়ান রোমেরো।

স্বাগতিক দল গুছিয়ে ওঠার আগে আরও একবার ধাক্কা খায় মিনিট পাঁচেক পরই। ম্যাচের আট মিনিটে নিকোলাস গনসালেসের অ্যাসিস্ট থেকে আর্জেন্টিনার লিড দ্বিগুণ করেন লিয়ান্দ্রো পারেদেস।

১০ মিনিটের মধ্যেই দুই গোলে পিছিয়ে পড়ে কিছুটা অগোছালো হয়ে পড়ে কলম্বিয়া। প্রথমার্ধে ম্যাচে ফেরা হয়নি তাদের। ২-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় আর্জেন্টিনা।

বিরতির আগে অবশ্য দুঃসংবাদ ছিল তাদের জন্য। দলের সেরা গোলকিপার এমিলিয়ানো মার্তিনেসকে চোট পেয়ে মাঠের বাইরে চলে যেতে হয়। কলম্বিয়ার ডিফেন্ডার ইয়ারি মিনার সঙ্গে বক্সে বল দখলের লড়াইয়ে চোট পান আর্জেন্টিনার নাম্বার ওয়ান।

৪০ মিনিটে তিনি মাঠ ছেড়ে যাওয়ার পর বাকি সময়ে গোলবার আগলান আগুস্তিন মার্কেসিন।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান কমানোর সুযোগ আসে কলম্বিয়ার সামনে। আর্জেন্টিনার অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি নিজেদের বক্সে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

স্পট থেকে দলকে ম্যাচে ফেরাতে কোনো ভুল করেননি ফার্নান্দো মুরিয়েল।

এক গোলের লিড ধরে রাখতে দ্বিতীয়ার্ধে তিনজন খেলোয়াড় বদল করেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি।

জিওভানি লো চেলসোর জায়গায় নামেন এজেকিয়েল পালাসিওস। ক্রিস্টিয়ান রোমেরোর বদলে নামেন হেরমান পাসেজা। আর নিকোলাস গনসালেসকে তুলে হুয়ান ফয়েথকে নামান স্কালোনি।

ফয়েথের ভুলেই একেবারে শেষ মুহূর্তে পয়েন্ট খোয়ায় আর্জেন্টিনা।

ম্যাচের অতিরিক্ত সময়ের চার মিনিটে বলের নিয়ন্ত্রণ হারান এই টটেনহ্যাম হটস্পার ডিফেন্ডার। তার কাছ থেকে বল পেয়ে হুয়ান কুয়াদ্রাদো ক্রস ছাড়েন পেনাল্টি বক্সে। তাতে মাথা ছুঁইয়ে স্কোরলাইন ২-২ করে দেন মিগেল বোরহা।

দুই পয়েন্ট হারিয়ে মাঠ ছাড়তে হয় মেসিদের। আর্জেন্টাইন অধিনায়ক মেসি পুরো ম্যাচে চেষ্টা করেছেন বলের জোগান দেয়ার। তবে গোলের দেখা পাননি। কলম্বিয়ার ডিফেন্স নিষ্ক্রিয় করে রাখে ছয়বারের বর্ষসেরা ফুটবলারকে।

টানা দুই ড্রয়ের পরও দক্ষিণ আমেরিকা অঞ্চলে পয়েন্ট টেবিলের দুইয়ে থাকল আর্জেন্টিনা। ছয় ম্যাচে তিন জয় ও তিন ড্রয়ে তাদের সংগ্রহ ১২ পয়েন্ট। শীর্ষে থাকা ব্রাজিলের ঝুলিতে সমান ম্যাচে ১৮ পয়েন্ট।

আপাতত বিশ্বকাপ বাছাইয়ের দায়িত্ব শেষ মেসি-দি মারিয়াদের। ১৪ জুন চিলির বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে তাদের কোপা আমেরিকার চ্যালেঞ্জ।

এ বিভাগের আরো খবর