১৩ বছর পর ফুটবলের আন্তর্জাতিক কোনো ম্যাচে ভারতের কাছে হেরেছে বাংলাদেশ। বলতে গেলে ম্যাচের শেষ ১২ মিনিটেই দুই গোল হজম করে স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের। প্রথমার্ধ দুর্দান্ত খেলেও দ্বিতীয়ার্ধে যেন খেই হারিয়ে ফেলেছে লাল-সবুজরা।
বেশি ডিফেন্সিভ খেলার প্রবণতা আর মাঝমাঠের নিয়ন্ত্রণ হারানোকেই ভারতের কাছে হারার মূল কারণ মনে করছেন জামাল ভূঁইয়া। মঙ্গলবার এক ভিডিও বার্তায় ম্যাচ হারার এই কারণ জানিয়েছেন জাতীয় দলের অধিনায়ক।
জামাল বলেন, ‘আফগানিস্তানের সঙ্গে ভালো খেলেছি। চান্স পেয়েছি অনেক। ভারতের সঙ্গে আমরা বেশি চান্স ক্রিয়েট করতে পারি নাই। এটা নিয়ে আলোচনা করতে হবে, কেন আমরা বলের পজিশন রাখতে পারি না, মিস পাস বেশি হইছে। সামনের ম্যাচে আমাদের কী চেঞ্জ করতে হবে সেটা আলোচনা করতে হবে।’
ম্যাচ শুরুর প্রথম ১০ মিনিট দুর্দান্ত ফুটবল খেলে বাংলাদেশ। এরপর সময় যতই গড়িয়েছে বাংলাদেশের হাত থেকে ম্যাচ ততই বেরিয়ে গেছে। এক পর্যায়ে আরও ডিফেন্সিভ হয়ে পড়ে দল।
এটা হওয়ার কারণ জানতে চাইলে জামাল বলেন, ‘আমরা বেশি নিচে নামছি। বেশি ডিফেন্স চিন্তা করছি। প্রেসিং বেশি করলে আরও ভালো হতো মনে করি আমি।’
সোমবার ভারত-বাংলাদেশ ম্যাচটার দিকে তাকিয়ে ছিল পুরো দেশ। এর কারণ ২০১৯ সালে ভারতের মাঠে গিয়ে স্বাগতিকদের সঙ্গে ১-১ স্কোরে ড্র করে এসেছিল বাংলাদেশ।
এবার হারে কিছুটা হতাশ জামাল, ‘আমরা জিততে চেয়েছি। কারণ এটা একটা সম্মানের ম্যাচ ছিল। এটা সাউথ এশিয়ান এল ক্ল্যাসিকো। সবাই তাকিয়ে ছিল। আমরা তো বল পায়ে রাখতে পারি নাই। এইটা বড় সমস্যা।’
হারার ময়নাতদন্ত নিয়ে কোচের সঙ্গে আলোচনায় বসেছেন দলের ফুটবলাররা। জামাল বলেন, ‘আমরা সবাই আলোচনা করেছি আজকে। বল পজিশন নিয়ে আরও ইম্প্রুভ করতে হবে। কেন আমরা লাস্ট ১২ মিনিটে এতো ডিফেন্সিভ হয়ে গেছিলাম?’