দিনাজপুরে মঙ্গলবার শুরু হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। করোনাভাইরাস মহামারির মধ্যে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে টুর্নামেন্টের ম্যাচগুলো।
টুর্নামেন্টে ১৩ উপজেলা ও সদর পৌরসভা মিলে ১৪টি ছেলে ও ১৪টি মেয়েদের দল প্রতিদ্বন্দ্বিতা করছে।
দিনের প্রথম খেলায় বঙ্গমাতা গোল্ডকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় পার্বতীপুর উপজেলা ও হাকিমপুর উপজেলায় মেয়েদের দল। হাকিমপুরকে ১-০ গোলে হারিয়ে শুভ সূচনা করে পার্বতীপুর।
এই দুই উপজেলার ছেলেদের লড়াইয়েও জয়ী হয় পার্বতীপুর। বঙ্গবন্ধু গোল্ডকাপের প্রথম ম্যাচে একই ব্যবধানে তারা হারায় হাকিমপুর উপজেলাকে। দুটি খেলাই পরিচালনা করেন রেফারি তাজুল ইসলাম।
এর আগে বেলা ১১টায় দিনাজপুর স্টেডিয়ামে জেলা প্রশাসনের সহযোগিতায় ও জেলা ক্রীড়া অফিস আয়োজিত টুর্নামেন্ট দুটি উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন ও জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী।