বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। এই ম্যাচে আফগানদের বিপক্ষে বাংলাদেশের যে স্কোয়াড দেয়া হয়েছিল ভারত ম্যাচেও সে স্কোয়াডেই ভরসা রাখছেন জাতীয় দলের প্রধান কোচ জেমি ডে।
আফগান ম্যাচ থেকে এই ম্যাচে পরিবর্তন এসেছে মাত্র একটি। মূল একাদশে সুযোগ পেয়েছেন মানিক হোসেন মোল্লা।
মূলত হাতের ইনজুরিতে মিডফিল্ডার সোহেল রানা ছিটকে যাওয়ার পর মানিককে মূল একাদশে রেখেছেন জেমি।
গোলকিপার হিসেবে রাখা হয়েছে আনিসুর রহমান জিকোকে। কাতারের বিপক্ষে অভিষেক হয়েছিল কিংসের এই গোলকিপারের। আফগান ম্যাচেও ছিলেন জিকো। তার গ্লাভসেই এই ম্যাচে ভরসা রেখেছেন জেমি।
রক্ষণে তপু বর্মন, রিয়াদুল রাফি, তারিক কাজী ও রহমত মিয়াকে রাখা হয়েছে। মাঝমাঠে রাখা হয়েছে জামাল ভূঁইয়া, মাসুক মিয়া জনি ও মানিককে। আক্রমণভাগ সাজানো হয়েছে ডান পাশে বিপলু আহমেদ ও বামপ্রান্তে রাকিব হোসেনকে রেখে। সামনে রাখা হয়েছে মতিন মিয়াকে।
এই ম্যাচেও ৪-২-৩-১ ফরমেশনে খেলাতে চলেছেন জেমি।
ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে যুবভারতীতে ১-১ ব্যবধানে ড্র করেছিল বাংলাদেশ। আজকের ম্যাচটা হওয়ার কথা ছিল বাংলাদেশের মাঠেই। তবে কোভিড সংক্রান্ত কারণে নিরপেক্ষ ভেন্যু হিসেবে কাতারের দোহায় ম্যাচটি হচ্ছে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়। ভেন্যু জসিম বিন হামাদ স্টেডিয়াম।
বাংলাদেশের মূল একাদশ:গোলকিপার: আনিসুর রহমান জিকো, তপু বর্মন, রিয়াদুল হাসান, রহমত মিয়া, তারিক কাজী। মিডফিল্ডার: জামাল ভূঁইয়া, মাসুক মিয়া, মানিক হোসেন মোল্লা। ফরোয়ার্ড: রাকিব হোসেন, বিপলু আহমেদ ও মতিন মিয়া।