বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পিএফএ বর্ষসেরা ডি ব্রুইনা ও ফডেন

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৭ জুন, ২০২১ ১৩:২৯

ইংল্যান্ডের ফুটবলারদের ভোটে নির্বাচিত হন পিএফএ বর্ষসেরা খেলোয়াড়। আর্সেনালের থিয়েরি অঁরি ও ম্যানচেস্টার ইউনাইটেডের ক্রিস্টিয়ানো রোনালডোর পর তৃতীয় ফুটবলার হিসেবে টানা দুই বছর এই পুরস্কার জিতলেন ডি ব্রুইনা।

টানা দ্বিতীয়বারের মতো প্রফেশনাল ফুটবলারস অ্যাসোসিয়েশনের (পিএফএ) বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন কেভিন ডি ব্রুইনা। ম্যানচেস্টার সিটির এই বেলজিয়ান ফরোয়ার্ড গত মৌসুমেও এই পুরস্কার পেয়েছেন। তার সিটি সতীর্থ ফিল ফডেন জেতেন বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার।ডি ব্রুইনা ও ফডেন সিটির হয়ে এই বছর প্রিমিয়ার লিগ শিরোপা ছাড়াও জিতেছেন কারাবাও কাপ আর দলকে নিয়ে গেছেন চ্যাম্পিয়নস লিগ ফাইনালে।ইংল্যান্ডের ফুটবলারদের ভোটে নির্বাচিত হন পিএফএ বর্ষসেরা খেলোয়াড়। আর্সেনালের থিয়েরি অঁরি ও ম্যানচেস্টার ইউনাইটেডের ক্রিস্টিয়ানো রোনালডোর পর তৃতীয় ফুটবলার হিসেবে টানা দুই বছর এই পুরস্কার জিতলেন ডি ব্রুইনা।সতীর্থ খেলোয়াড়দের ভোটে জেতায় এই পুরস্কারকে সবচেয়ে গুরত্বপূর্ণ উল্লেখ করে ডি ব্রুইনা বলেন, ‘আপনার প্রতিদ্বন্দ্বি, সতীর্থ, যাদের সঙ্গে ও বিপক্ষে প্রতি ম্যাচে খেলেন তারা যখন আপনাকে বেছে নেয় তখন সেটা আসলেই বিশেষ কিছু।’২০১৫ সালে জার্মান বুনডেসলিগার ক্লাব ভলফসবুর্গ থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন ডি ব্রুইনা। ১৭৭ ম্যাচে ক্লাবের হয়ে ৪২ গোল এসেছে তার পা থেকে।গত মৌসুমে ডি ব্রুইনা ২,০০১ মিনিট লিগ ফুটবল খেলেছেন। ছয়টি গোলের পাশাপাশি ১২টি অ্যাসিস্ট ছিল তার।সিটির হয়ে দারুণ মৌসুম কাটালেও চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে চোখে ব্যাথা পাওয়ায় ফাইনাল খেলা হয়নি তার। টুর্নামেন্ট শেষে ছোট একটি সার্জারি করার পর ইউরো টুর্নামেন্টের জন্য বেলজিয়াম জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার অপেক্ষায় আছেন তিনি।তার সিটি সতীর্থ ফডেন মৌসুমে ক্লাবের হয়ে ৫০টি ম্যাচ খেলেছেন। করেছেন ১৬ গোল। গত সেপ্টেম্বরে প্রথমবার জাতীয় দলে ডাক পান ফডেন। ইংল্যান্ডের ম্যানেজার গ্যারেথ সাউথগেইট তাকে ইউরোর স্কোয়াডেও রেখেছেন।জেতার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ২১ বছর বয়সী এই ফরোয়ার্ড জানান, ‘অতীতে দারুণ সব খেলোয়াড় এই পুরস্কার পেয়েছেন। এই বছর আমি ভাগ্যবান যে এই পুরস্কার জিতেছি। চলতি মৌসুমে দারুণ সব তরুণ খেলোয়াড় ছিল লিগে। খুবই ভালো লাগছে।’

গত সপ্তাহে ইংলিশ প্রিমিয়ার লিগ অ্যাসোসিয়েশন ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার রুবেন দিয়াসকে বর্ষসেরা খেলোয়াড় নির্বাচন করে। এতে করে ইংল্যান্ডের সেরা তিন ব্যক্তিগত পুরস্কার পেলেন সিটির ফুটবলাররা।

এ বিভাগের আরো খবর