বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

করোনা আক্রান্ত বুস্কেটস

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৭ জুন, ২০২১ ১১:৪৭

ইউরো চ্যাম্পিয়নশিপের আগে পুরো স্কোয়াডের কোভিড টেস্ট করানো হয় রোববার। এক বিবৃতিতে আরএফইএফ জানায়, পুরো স্কোয়াডেরই কোভিড পরীক্ষা করানো হয়। সবারই নেগেটিভ ফল এসেছে বুস্কেটস ছাড়া।

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন স্পেন জাতীয় দলের অধিনায়ক সার্হিও বুস্কেটস। রোববার তার নমুনায় এই ভাইরাসের উপস্থিত ধরা পড়ে। বিষয়টি নিশ্চিত করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)।ইউরো চ্যাম্পিয়নশিপের আগে পুরো স্কোয়াডের কোভিড টেস্ট করানো হয় রোববার। এক বিবৃতিতে আরএফইএফ জানায়, পুরো স্কোয়াডেরই কোভিড পরীক্ষা করানো হয়। সবারই নেগেটিভ ফল এসেছে বুস্কেটস ছাড়া।৩২ বছর বয়সী এই মিডফিল্ডারকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে বলে নিশ্চিত করা হয় বিবৃতিতে। এছাড়াও বুস্কেটসের সংস্পর্শে যারা এসেছেন তাদেরকেও আইসোলেশনে রাখা হয়েছে।অধিনায়ককে ছাড়াই পুরো স্কোয়াড অনুশীলন চালিয়ে যাবে। ইউরো শুরু হচ্ছে শুক্রবার। তবে স্পেন তাদের প্রথম ম্যাচ খেলবে সোমবার।সুইডেনের বিপক্ষে ওই ম্যাচের দুইদিন আগে অর্থাৎ শনিবার পর্যন্ত স্কোয়াডে পরিবর্তন আনতে পারবেন স্পেনের কোচ লুইস এনরিকে।তার আগে বুস্কেটসের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে উল্লেখ করে আরএফইএফের বিবৃতিতে বলা হয়, ‘জাতীয় দলের অধিনায়কের জন্য সব ধরনের পদক্ষেপই যাচাই করে দেখা হচ্ছে।’বুস্কেটস স্প্যানিশ জাতীয় দলের অন্যতম অভিজ্ঞ সদস্য। জাতীয় দলের হয়ে ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জিতেছেন এই বার্সেলোনা মিডফিল্ডার। স্পেনের জার্সি গায়ে খেলেছেন ১২০টি ম্যাচ।বার্সেলোনার লা মাসিয়া অ্যাকাডেমির ছাত্র বুস্কেটস ২০০৯ সালে পেপ গার্দিওলার অধীনে মূল দলে সুযোগ পান। দীর্ঘ ক্যারিয়ারে ক্লাবের হয়ে আটটি লা লিগা শিরোপা ও তিনটি ইউয়েফা চ্যাম্পিয়নস লিগ জিতেছেন তিনি।এবারের ইউরোতে সাবেক অধিনায়ক ও অভিজ্ঞ ডিফেন্ডার সার্হিও রামোস দলে না থাকায় বুস্কেটসের হাতেই অধিনায়কত্ব দেন এনরিকে। তবে করোনাভাইরাসের কারণে তার ইউরোতে খেলা নিয়েই দেখা দিয়েছে সংশয়।ইউরো শুরু হওয়ার আগে মঙ্গলবার নিজেদের সবশেষ প্রস্তুতি ম্যাচ খেলবে স্পেন। মঙ্গলবার লেগানেসে লিথুয়েনিয়ার বিপক্ষে মাঠে নামবে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।

এ বিভাগের আরো খবর