বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভারতকে হারাতে কাতার প্রবাসীদের মাঠে চান জামালরা

  •    
  • ৬ জুন, ২০২১ ২১:৫২

ভারতের বিপক্ষে পয়েন্ট আশা করছে বাংলাদেশ। লাল-সবুজদের উজ্জ্বীবিত করতে গ্যালারিতে সমর্থন চাইছেন জামাল-রাকিব-রাফিরা।

কাতারের দোহায় সোমবার বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। ভারতের বিপক্ষে এই ম্যাচে স্টেডিয়ামে কাতার প্রবাসী বাংলাদেশিদের মাঠে থাকার আহ্বান জানিয়েছে জাতীয় ফুটবল দল।

ভারতের বিপক্ষে পয়েন্ট আশা করছে বাংলাদেশ। লাল-সবুজদের উজ্জ্বীবিত করতে গ্যালারিতে সমর্থন চাইছেন জামাল-রাকিব-রাফিরা।

রোববার সংবাদমাধ্যমকে দেয়া ভিডিও বার্তায় জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, ‘কাতারে যারা বাংলাদেশি আছেন দয়া করে মাঠে আসুন। আমাদের সমর্থন দিন।’

অধিনায়কের সুরে সুর মিলিয়ে জাতীয় দলের ফরোয়ার্ড রাকিব হাসান বলেন, ‘ভারতের বিপক্ষে সুযোগ পেলে সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করব। ভারতের সঙ্গে ম্যাচ হলে আমাদের মধ্যে অন্যরকম অনুভূতি কাজ করে। আমরা চাই ওদের সঙ্গে ভালো খেলে পয়েন্ট নিতে। আমরা চাই কাতার প্রবাসে যারা আছেন তারা যেন মাঠে আসেন। আমাদের সাপোর্ট দেন।’

এদিকে ভারত ম্যাচে নিজেদের রক্ষণটাকে জমাট রাখার প্রতিশ্রুতি দেন জাতীয় দলের ডিফেন্ডার রিয়াদুল হাসান রাফি।

অভিজ্ঞতা কাজে লাগাতে চান তিনি, ‘ভারতের সঙ্গে যদি রক্ষণটাকে জমাট রাখতে পারি তাহলে ভালো কিছু হবে। আফগানিস্তানের বিপক্ষে আমরা দুর্ভাগ্যবশত গোলটা খেয়ে গেছি। আমাদের ডিফেন্স নিয়ে সলিড থাকি তাহলে ম্যাচটা বের করে নিয়ে আসতে পারব।’

ভারতের শক্তিমত্তা নিয়ে দল কাজ করছে উল্লেখ করে রাফি বলেন, ‘ভারতের বিপক্ষে এর আগে ম্যাচ খেলেছি। ওই ম্যাচে আমি নিজেও ছিলাম। সুতরাং জানি ওরা আক্রমণকে কীভাবে সাজাতে পারে। সুনীল ছেত্রিকে কীভাবে মার্ক করা যাবে আর ওদের আক্রমণভাগকে কীভাবে অকার্যকর করা যাবে সেটা নিয়ে কাজ করছি।’

বাংলাদেশ সময় রাত আটটায় কাতারের দোহায় জসিম বিন হামাদ স্টেডিয়ামে ভারতের বিপক্ষে নামবে বাংলাদেশ।

এ বিভাগের আরো খবর