বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

১৮ বছরের আক্ষেপ মেটাতে মাঠে নামছে বাংলাদেশ

  •    
  • ৬ জুন, ২০২১ ২১:৩১

সবশেষ ২০০৭ সালের পর এখনও পর্যন্ত ভারতের কাছে হারেনি বাংলাদেশ। গত ১৪ বছরে দুই দলের তিনবারের মোকাবিলা সমতায় শেষ হয়েছে।

খেলার মাঠে বাংলাদেশ-ভারত লড়াই মানেই ভক্ত-দর্শকদের জন্য বাড়তি কিছু। সত্তর ও আশির দশকে ফুটবল মাঠে শুরু হয় দুই দলের দ্বৈরথ। নতুন শতাব্দীতে বাংলাদেশ ক্রিকেট দলের উত্থানে সেটি গড়ায় ক্রিকেট মাঠেও।

যে খেলাতেই হোক বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই দর্শকদের জন্য বাড়তি উত্তেজনার খোরাক। বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে দুই দলের ম্যাচটিও ব্যতিক্রম নয়। বাংলাদেশ আফগানিস্তানকে রুখে দেওয়ার পর থেকেই লড়াইটি নিয়ে সৃষ্টি হয়ে বাড়তি আগ্রহ।

এর মাঝে ভারতীয় ডিফেন্ডার আদিল খান হুমকি দিয়ে রাখেন ম্যাচের আগে, বাংলাদেশকে গোল করতে দেবেন না তিনি। আর ম্যাচের দিন সকালে বাংলাদেশ মাঠে বড় বিরক্ত করে বলে মন্তব্য করেন ভারতের কোচ ইগর স্টিমাচ।

সবমিলিয়ে জমজমাট এক লড়াইয়ের আভাসই দিচ্ছে বাংলাদেশ-ভারত ম্যাচ। তবে ফুটবল মাঠে ভারতের বিপক্ষে বাংলাদেশের সবশেষ সাফল্য এসেছে প্রায় দুই দশক আগে।

২০০৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপে। ১৮ বছর আগে সবশেষ ওই টুর্নামেন্টে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। এরপর কেটে গেছে আরও প্রায় দুই দশক। ফিফা র‌্যাঙ্কিংয়ে তরতর করে উপরে উঠতে থাকা ভারতকে হারানোর রঙে আর রাঙেনি বাংলাদেশ।

সময় যত গড়াচ্ছে দুই দলের ব্যবধান আরও বেড়েছে।

র‌্যাঙ্কিংয়ের একটা সহজ হিসেবে বিষয়টি স্পষ্ট করা যায়। একবিংশ শতাব্দিতে প্রবেশ করার পর থেকে ১৫১ তম অবস্থান থেকে ১৯৭-এ নেমেছে বাংলাদেশ। শুধু পিছিয়েছেই লাল-সবুজরা। যেখানে ২০০০ সালে ১২২ তম অবস্থানে থাকা ভারত এগিয়ে ২০১৮ সালে এক শর মধ্যে ঢুকে পড়ে।

২০০০ সালে যেখানে দুই দেশের ব্যবধান ছিল ২৯ ধাপ সেখানে এখন ব্যবধান ৭৯।

একটু পরিসংখ্যানের দিকে তাকানো যাক।

অতীত-বর্তমান সবমিলিয়ে পরিসংখ্যানে বেশ এগিয়ে ভারত। এ যাবত বাংলাদেশ ভারতের মুখোমুখি হয়েছে মোট ২৫ বার। তার মধ্যে ভারত জিতেছে ১১টি ম্যাচে। বাংলাদেশ তিনটিতে ও ড্র হয়েছে ১১টিতে।

সবশেষ ২০০৭ সালের পর এখনও পর্যন্ত ভারতের কাছে হারেনি বাংলাদেশ। গত ১৪ বছরে দুই দলের তিনবারের মোকাবিলা সমতায় শেষ হয়েছে।আর ১৯৯৯ সাল থেকে ১৩ ম্যাচে বাংলাদেশ জিতেছে দুটিতে। ড্র হয়েছে সাতটি আর ভারত জিতেছে চারটিতে।

বাংলাদেশের তিনটি জয় আসে ১৯৯১, ১৯৯৯ ও ২০০৩ সালে।

বাংলাদেশকে আশা দেখাতে পারে শেষ তিন ম্যাচ। যেখানে তিন ম্যাচেই বাংলাদেশ-ভারত ম্যাচ ড্র হয়েছে।আর সবশেষ ম্যাচে বিশ্বকাপ বাছাইয়ে যুবভারতী স্টেডিয়ামে ভারতের সঙ্গে ১-১ ব্যবধানে ড্র করে এসেছে বাংলাদেশ।

শেষ তিন ম্যাচের আত্মবিশ্বাস নিয়েই সোমবার বাংলাদেশ সময় রাত আটটায় কাতারের দোহায় জসিম বিন হামাদ স্টেডিয়ামে ভারতের বিপক্ষে নামবে বাংলাদেশ।

এ বিভাগের আরো খবর