বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভারতের বিপক্ষেও পয়েন্টের আশা বাংলাদেশের

  •    
  • ৬ জুন, ২০২১ ২০:৩৯

বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে সোমবার বাংলাদেশ সময় রাত আটটায় কাতারের জসীম বিন হামাদ স্টেডিয়ামে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

আফগানিস্তান ম্যাচ এখন অতীত। বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের পুরো মনোযোগ এখন ভারতকে ঘিরে। রাত পোহালেই কাতারের দোহায় ম্যাচ। র‌্যাঙ্কিংয়ে যোজন যোজন এগিয়ে থাকা প্রতিবেশী দেশটির বিপক্ষে পয়েন্ট চায় জেমি ডের বাহিনী।

সোমবার বাংলাদেশ সময় রাত আটটায় কাতারের জসীম বিন হামাদ স্টেডিয়ামে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

তার আগে রবিবার সংবাদ সম্মেলনে ভারত ম্যাচ নিয়ে নিজেদের প্রত্যাশা ও চ্যালেঞ্জের কথা জানিয়েছেন অধিনায়ক জামাল ভূঁইয়া ও প্রধান কোচ জেমি ডে।

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ থেকে ৭৯ ধাপ উপরে থাকা ভারত প্রতিপক্ষ হিসেবে যে কঠিন হবে সেই বাস্তবতা তুলে ধরেন অধিনায়ক জামাল ভূঁইয়া।

জাতীয় দলের অধিনায়ক বলেন, ‘আগামীকাল বড় ম্যাচ ভারতের বিপক্ষে। আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ এটি। ম্যাচটার জন্য সবাই মুখিয়ে আছি। আমরা সবাই প্রস্তুত।’

সবশেষ তিনবারের দেখায় হারেনি বাংলাদেশ। তিনটা ম্যাচেই ড্র হয়েছে। সম্প্রতি ভারতের মাটিতে ড্র করে আসে জেমি বহর। ভারতকে রুখে দিতে সেরা ফুটবলটা উপহার দিতে হবে বাংলাদেশ এমনটাই জানালেন জেমি ডে।

জাতীয় দলের কোচ বলেন, ‘আমরা সবাই মুখিয়ে আছি ম্যাচটা নিয়ে। আফগানিস্তান ম্যাচের আত্মবিশ্বাস কাজে লাগাতে চাই এই ম্যাচে। আমরা জানি এই ম্যাচটা কঠিন হতে চলেছে। তারা অনেক কোয়ালিটি ফুটবল খেলছে গত কয়েকটি ম্যাচে। সুতরাং আমাদের সেরাটা দিতে হবে যদি ম্যাচ থেকে কিছু পেতে চাই।’

বিশ্বকাপ বাছাইয়ের মূল মঞ্চ থেকে ছিটকে গেলেও বাংলাদেশের সামনে এশিয়ান কাপের মূল মঞ্চে যাওয়ার সুযোগ রয়েছে। যদি পূর্ণ তিন পয়েন্ট হারায় বাংলাদেশ তাহলে মূল পর্বে খেলার সুযোগ হাতছাড়া হবে। এই বাস্তবতাটা বিবেচনায় রয়েছে জেমির।

এই ইংলিশ টেকটিশিয়ান বলেন, ‘যদি সেরাটা না দিতে পারি তাহলে আমাদের জন্য কঠিন হয়ে যাবে। আমরা আশাবাদী।’

২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে বাংলাদেশ। এক পয়েন্ট বেশি নিয়ে চারে ভারত। আর পাঁচ পয়েন্ট নিয়ে তিনে আফগানিস্তান। জয় পেলে শীর্ষ তিনে ওঠার সুযোগ থাকছে বাংলাদেশের।

এ বিভাগের আরো খবর