ইংলিশ প্রিমিয়ার লিগের দল টটেনহ্যাম হটস্পারের দক্ষিণ কোরিয়ান সুপারস্টার হিউং-মিন সন, ভারতের ফুটবলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা সুনীল ছেত্রি, ও ভিয়েতনামের ফরোয়ার্ড ফুং এগুয়েনের এলিট তালিকায় নাম লেখালেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।
সোশ্যাল মিডিয়া ফেসবুকে ১০ লাখ ফলোয়ারের তালিকায় ঢুকে পড়েছেন বাংলাদেশের পোস্টার বয়।
ফেসবুকে এক মিলিয়ন ফলোয়ার আছে এশিয়ার হাতে-গোনা ফুটবলারদের। তারা হলেন- টটেনহ্যামের কোরিয়ান ফরোয়ার্ড হিউং-মিন সন, ভিয়েতনামের ফুং ও ভারতের সুনীল ছেত্রির।
এশিয়ার চতুর্থ ফুটবলার হিসেবে দশ লাখের এই এলিট গ্রুপে নাম লেখালেন বাংলাদেশের জামাল।
ফুটবলের ইউরোপের থেকে বেশ পিছিয়ে এশিয়া। তাই এ অঞ্চলের ফুটবলারদের ফলোয়ার সংখ্যাও বেশ কম। জামালের আগে ফেসবুকে ১০ লাখের কোটা পূরণ করতে পেরেছে মাত্র তিনজন।
ফেসবুকে সদ্য এক মিলিয়ন ফলোয়ার পূর্ণ করা জামালের সঙ্গে এই তালিকায় তিনে আছেন ভারতের অধিনায়ক সুনীল ছেত্রি। তার ফলোয়ার সংখ্যা ১৫ লাখ। ৩১ লাখ ফলোয়ায় নিয়ে দুইয়ে আছেন ভিয়েতনামের নাম্বার টেন ফুং। আর ৪৬ লাখ ফলোয়ার নিয়ে এই তালিকার শীর্ষে কোরিয়ার সুপারস্টার হিউং-মিন সন।