বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মোরাতার মিসে স্পেন-পর্তুগাল ম্যাচ, বড় জয় ইতালির

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৫ জুন, ২০২১ ১২:১৮

পুরো ম্যাচেই একের পর এক সুযোগ নষ্ট করেন মোরাতা। কিন্তু ম্যাচের শেষ মুহূর্তে যে সুযোগটি হারান, সেটি রীতিমতো ক্ষমার অযোগ্য।

শুক্রবার শুরু হচ্ছে ইউরো ২০২০ আয়োজন। তার আগে প্রীতি ম্যাচের মধ্য দিয়ে নিজেদের ঝালিয়ে নিচ্ছে দলগুলো। সেই ম্যাচগুলোর একটিতে মুখোমুখি হয়েছিল টুর্নামেন্টের দুই ফেভারিট স্পেন ও পর্তুগাল।

গোলশূন্য ড্রয়ের ম্যাচে নায়ক হননি কেউ, বরং খলনায়ক হিসেবে ম্যাচ শেষ করেন স্প্যানিশ স্ট্রাইকার আলভারো মোরাতা।

পুরো ম্যাচেই একের পর এক সুযোগ নষ্ট করেন তিনি। কিন্তু ম্যাচের শেষ মুহূর্তে যে সুযোগটি হারান, সেটি রীতিমতো ক্ষমার অযোগ্য।

লেফট ব্যাক হোসে গায়ার পাস থেকে বল পেয়ে পর্তুগাল গোলকিপার রুই পাত্রিসিওকে একা পেয়ে যান মোরাতা। গোলকিপারকে পরাস্তও করেন। কিন্তু তার শট ফিরে আসে বারে লেগে। তাতে জয়ের আশাও মাটিতে মিশে যায় স্প্যানিশদের।

সুযোগ নষ্ট করেছে পর্তুগালও। স্পেন বক্সে খালি জায়গায় হেডের সুযোগ পেয়েও বাইরে মারেন ক্রিস্টিয়ানো রোনালডো।

দুই দলই বারংবার গোল মিস করায় শেষ পর্যন্ত ম্যাচ শেষ হয় গোলশূন্য ড্রয়ে।

স্পেন ও পর্তুগাল ড্র করলেও বড় জয় তুলে নিয়েছে ইতালি। চেক প্রজাতন্ত্রকে তারা উড়িয়ে দিয়েছে ৪-০ গোলে।

ম্যাচের ২৩ মিনিটে ইতালিকে এগিয়ে দেন চিরো ইমমোবিলে। ৪২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মিডফিল্ডার নিকোলো বারেল্লা।

দ্বিতীয়ার্ধে ইমমোবিলের পাস থেকে গোল করে ৩-০ ব্যবধানে রবার্তো মানচিনির শিষ্যদের এগিয়ে নেন লরেঞ্জো ইনসিনিয়ে। ৭৩ মিনিতে ইনসিনিয়ের পাস থেকে চেক প্রজাতন্ত্রের জালে শেষ পেরেক ঠুকেন ডমেনিকো বেরার্দি।

এ বিভাগের আরো খবর