বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জোরালো হচ্ছে ব্রাজিলের ফুটবলারদের কোপা বয়কটের দাবি

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৫ জুন, ২০২১ ১১:৩০

ব্রাজিল ও ভেনেজুয়েলার মধ্যকার ম্যাচ দিয়ে কোপা আমেরিকা শুরু হওয়ার কথা ১৩ জুন। ৮ জুন ব্রাজিল দলের খেলোয়াড়রা তাদের বয়কটের সিদ্ধান্ত জানালে সেটি সমাধানে মাত্র ৫ দিন সময় পাবে কনমেবোল।

কোপা আমেরিকার এবারের আসর আয়োজন করার কথা ছিল আর্জেন্টিনা ও কলম্বিয়ার। কিন্তু করোনাভাইরাস পরিস্থিতির অবনতি হওয়ায় প্রথমে কলম্বিয়া ও পরে আর্জেন্টিনা নিজেদের সরিয়ে নেয় আয়োজনের দায়িত্ব থেকে।

লাতিন আমেরিকার ফুটবল ফেডারেশন কনমেবোলের প্রস্তাবে সাড়া দিয়ে ২০১৯ সালের পর আবারও এ বছরের কোপা আমেরিকা আয়োজনের দায়িত্ব নেয় ব্রাজিল।

কিন্তু দেশটি কোপা আমেরিকার আয়োজক হিসেবে ঘোষিত হওয়ার পর থেকেই ব্রাজিলিয়ান গণমাধ্যমে গুঞ্জন ছিল, এ আয়োজন নিয়ে খুশি নন খেলোয়াড়রা। ব্রাজিলের ফুটবলাররা কোপা আমেরিকা বয়কট করতে পারে, এমনটিও জানা যায়।

ইকুয়েডরকে শুক্রবার ২-০ ব্যবধানে হারায় ব্রাজিল। সেই ম্যাচে ব্রাজিলের অধিনায়কের দায়িত্ব পালন করেন ক্যাসেমিরো। ম্যাচ শেষে তার কথায় আভাস পাওয়া যায় কোপা আমেরিকা বয়কটের।

‘ব্রাজিলে কোপা আমেরিকা আয়োজন সম্পর্কে আমাদের অবস্থান সবাই জানে। এটি এর চেয়ে পরিষ্কার হতে পারে না। আমরা আমাদের মত প্যারাগুয়ের সঙ্গে ম্যাচের পর জানাতে চাই। এটি শুধু আমি বা ইউরোপে খেলা খেলোয়াড়দের মত নয়। এটা তিতেকেসহ (ব্রাজিলের কোচ) সবার মত। সবাই মিলে’, বলেন ক্যাসেমিরো।

ক্যাসেমিরোর বার্তা অনুযায়ী ৮ জুনে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের পর চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন তারা।

করোনাভাইরাসে বিপর্যস্ত ব্রাজিল। দেশটিতে শুক্রবার নতুন করে ৩৮ হাজার ৪৮২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়, মৃত্যু হয় আরও ১ হাজার ১৮৪ জনের।

এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৬৮ লাখ ৪১ হাজার ৯৫৪ জন। সব মিলিয়ে মৃত্যু হয়েছে ৪ লাখ ৮০ হাজার ৯৬৮ জনের।

এমন পরিস্থিতিতে কোপা আমেরিকা আয়োজনের সিদ্ধান্তে ব্রাজিলের ফুটবলাররা ক্ষিপ্ত বলে জানাচ্ছে দেশটির সংবাদমাধ্যমগুলো।

ব্রাজিল ও ভেনেজুয়েলার মধ্যকার ম্যাচ দিয়ে কোপা আমেরিকা শুরু হওয়ার কথা ১৩ জুন। ৮ জুন ব্রাজিল দলের খেলোয়াড়রা তাদের বয়কটের সিদ্ধান্ত জানালে সেটি সমাধানে মাত্র ৫ দিন সময় পাবে কনমেবোল।

এ বিভাগের আরো খবর