বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আত্মবিশ্বাস ভারতের বিপক্ষেও ধরে রাখতে চায় বাংলাদেশ

  •    
  • ৪ জুন, ২০২১ ১৮:১০

আত্মবিশ্বাস নিয়েই ভারতের বিপক্ষে মাঠে নামতে চায় জেমি ডের শিষ্যরা। ভারত শক্তিশালী দল হলেও লাল-সবুজরা ছেড়ে কথা বলবে না প্রতিবেশিদের। সংবাদ মাধ্যমকে দেওয়া এক ভিডিওবার্তায় জেমি ডে খেলোয়াড়দের কাছ থেকে আফগানিস্তান ম্যাচের মতোই পারফর্মেন্স চেয়েছেন।

স্বল্পদিনের প্রস্তুতি, ম্যাচ কন্ডিশনে অনুশীলন ম্যাচ না খেলা, গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড়ের অনুপস্থিতি। এতোগুলো বাধা টপকে বৃহস্পতিবার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মাঠে নামে বাংলাদেশ। ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩৫ ধাপ এগিয়ে থাকা আফগানিস্তানের সঙ্গে ১-১ ড্রয়ের আত্মবিশ্বাস চাঙ্গা করে তুলছে বাংলাদেশকে।এই আত্মবিশ্বাস নিয়েই ভারতের বিপক্ষে মাঠে নামতে চায় জেমি ডের শিষ্যরা। ভারত শক্তিশালী দল হলেও লাল-সবুজরা ছেড়ে কথা বলবে না প্রতিবেশিদের। সংবাদ মাধ্যমকে দেওয়া এক ভিডিওবার্তায় জেমি ডে খেলোয়াড়দের কাছ থেকে আফগানিস্তান ম্যাচের মতোই পারফর্মেন্স চেয়েছেন।জেমি বলেন, ‘গতকাল ৯০মিনিট যে মনোভাব দল খেলেছে সেটা খুবই দারুণ। এক পয়েন্ট ও একটা গোল প্রাপ্য ছিল। তিন পয়েন্টও পেতে পারতাম। এই আত্মবিশ্বাস নিয়েই আমরা ভারতের বিপক্ষে খেলতে চাই। আমি চাই ছেলেরা যেন নিজেদের সর্বোচ্চটা দিতে পারে। কাতারের মতো শক্তিশালী দলের কাছে ১-০ গোলে হেরে ভারত বুঝিয়েছে তাদের শক্তিমত্তা।’আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের জন্য ছিল ছোট্ট একটি দুঃসংবাদ। ম্যাচে ব্যাথা পাওয়ায় মাঠ ছেড়ে যান সোহেল রানা। রাতে তার হাতে স্ক্যান করানো হয়। স্ক্যান রিপোর্টে দেখা যায় হাতের পেশিতে চিড় ধরেছে এই মিডফিল্ডারের। ফলে পরের দুই ম্যাচে খেলতে পারছেন না রানা।তার মতো অভিজ্ঞ একজনকে হারানোটা দুর্ভাগ্যজনক হলেও জেমি একে দেখছেন তরুণদের জন্য সুযোগ হিসেবে। জেমি বলেন, ‘সোহেল রানাকে হাতের চোটের কারণে হারানোটা দুর্ভাগ্যজনক। তার ইনজুরিতে নতুনরা দলে আসার ও নিজেদের প্রমাণ করার সুযোগ পাবে। আশা করি পরের দুটো ম্যাচে প্রথম ম্যাচের মতো পারফর্ম করতে পারব ও ইতিবাচক ফল নিয়ে ফিরতে পারব।’কঠিন একটি ম্যাচের পর শুক্রবার অনুশীলন রাখেনি বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। ফলে টিম হোটেলে সুইমিং ও জিম সেশনে নিজেদের ঝালিয়ে নেন জামাল ভূঁইয়া-কাজী তারিকরা।সেশন শেষে অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণ জানান ভারতের বিপক্ষে পয়েন্ট পেতে দল মুখিয়ে আছে। তাদের বিপক্ষে পয়েন্ট পেলে এশিয়ান কাপে কোয়ালিফাই করা সহজ হবে উল্লেখ করে তপু বলেন, ‘ভারতের বিপক্ষে ম্যাচটা নিয়েই এখন আমরা ভাবছি। ম্যাচটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। যদি এশিয়া কাপে সরাসরি খেলতে চাই তাহলে তাদের বিপক্ষে পয়েন্ট নেওয়াটা জরুরী। সবাই প্রথম ম্যাচ খেলে আত্মবিশ্বাসী।’৭ জুন ভারতের সঙ্গে খেলবে বাংলাদেশ। সেই ম্যাচের অনুশীলন শুরু হচ্ছে শনিবার। টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচে ১৫ জুন বাংলাদেশের প্রতিপক্ষ ওমান।

এ বিভাগের আরো খবর