বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জেমির চোখে ‘প্রাপ্য’, কৃতিত্ব দিতে রাজি নন আনুশ

  •    
  • ৩ জুন, ২০২১ ২৩:২৭

ড্রকে জাতীয় দলের প্রধান কোচ জেমি দেখছেন ‘প্রাপ্য’ হিসেবে। আর আফগান কোচ আনুশ দস্তগিরের কথায়, রিস্ক নিয়ে জয়ী বাংলাদেশ।

বিশ্বকাপ বাছাইয়ে আফগানিস্তানের সঙ্গে এক গোলে পিছিয়ে দুর্দান্তভাবে ড্র করেছে বাংলাদেশ। তপু বর্মনের গোলে টুর্নামেন্টে দ্বিতীয়বারের মতো পয়েন্ট পেয়েছে লাল-সবুজরা।

ড্রকে জাতীয় দলের প্রধান কোচ জেমি দেখছেন ‘প্রাপ্য’ হিসেবে। আর আফগান কোচ আনুশ দস্তগিরের কথায়, রিস্ক নিয়ে জয়ী বাংলাদেশ।কাতারে জসিম বিন হামাদ স্টেডিয়ামে শ্বাসরুদ্ধকর এই লড়াই শেষে ম্যাচ নিয়ে নিজেদের পর্যবেক্ষণ জানিয়েছেন দুই দলের প্রধান কোচ।

বাংলাদেশ দলের কোচ জেমির ভাষ্যমতে, ড্রটা প্রাপ্য ছিল। দ্বিতীয়ার্ধে শেষের ২০ মিনিট বাংলাদেশ দুর্দান্ত খেলে জয় তুলে নিয়েছে।

এই ইংলিশ ট্যাকটিশিয়ান বলেন, ‘ভালো একটা ম্যাচ হয়েছে। আফগানিস্তান অনেক ভালো দল। প্রত্যাশিতভাবেই প্রথমার্ধে তারা ভালো খেলেছে আমরাও কিছু সুযোগ তৈরি করেছি। দ্বিতীয়ার্ধে যেটা হয়েছে ওরা টেম্পো ধরে রেখে ম্যাচে এগিয়ে গেছে।

‘তারপরের ১০ মিনিট পর্যন্ত তারা খেলেছে। পরের ২০ মিনিট আমরা ভালো পারফর্ম করেছি। আমরা ডিজার্ভ করি ড্রটা। আমি খুশি এই ফলে। ছেলেরা ভালো খেলেছে।’

আফগানিস্তানের প্রধান কোচ আনুশ দস্তগিরের কথায়, এক গোলে পিছিয়ে পড়েও অনেক বড় রিস্ক নিয়েছে বাংলাদেশ। রিস্কে সফল হয়েছে লাল-সবুজরা।

আনুশের কথায়, ‘আমরা এগিয়ে যাওয়ার পরে ওরা আরও আক্রমণাত্মক খেলেছে। রিস্ক নিয়েছে। বাংলাদেশ আমাদের পর্যায়ের দল নয়। তবে খেলাটা ৯০ মিনিটের। ওরা লম্বা থ্রু করছিল। আমরা ভালোভাবেই প্রতিহত করেছি।’

এই ম্যাচের ড্র সামনে ভারত ও ওমান ম্যাচের জন্য দলের আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক হিসেবে কাজ করবে বলে মনে করছেন জেমি।

তিনি বলেন, ‘এই ম্যাচের মধ্য দিয়ে যে আত্মবিশ্বাসটা দল পেয়েছে পরের ম্যাচগুলো তা সাহায্য করবে আশা করি। সামনে বড় ম্যাচ অপেক্ষা করছে। প্রস্তুত হতে হবে। আশা করছি পরের ম্যাচগুলো আরও ভালো খেলব।’

আগামী ৭ জুন ভারতের সঙ্গে খেলবে বাংলাদেশ। টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচে ১৫ জুন বাংলাদেশের প্রতিপক্ষ ওমান।

এ বিভাগের আরো খবর